বাংলায় মুক্তি পেল সারেগামাপা খ্যাত নীহারিকার প্রথম গান, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

গত রবিবারই ছিল জি বাংলার সারেগামাপা গ্র্যান্ড ফিনালে, আর তার এক সপ্তাহ যাওয়ার আগেই মুক্তি পেল, সারেগামাপা এর অন্যতম প্রতিযোগিনী নীহারিকার প্রথম গানের অ্যালবাম। সারেগামাপা এর মঞ্চে নিজের সুমধুর গলা এবং সুর দ্বারা সকলের মন জয় করে নিয়েছিলো নিহারিকা। দর্শকরা বেশ পছন্দ করত তাকে, আর এবার সেই নীহারিকার প্রথম গানের অ্যালবাম আসলো বাজারে।
জি বাংলার সারেগামাপা, বাংলার সবথেকে বড়ো সিঙ্গিং রিয়েলিটি শো। এই প্ল্যাটফর্মের দ্বারা বহু প্রতিভার আত্মপ্রকাশ ঘটেছে। দুই বঙ্গের বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসা হয় প্রতিবাদের, তারপর তাদের মধ্যে চলে তুমুল লড়াই। এবারেও টানা বহুমাস লড়াই চলার পর অবশেষে গত রবিবার হয়ে গিয়েছে শো এর গ্র্যান্ড ফিনালে, আর তাতে জয়ী হয়েছেন অর্কদীপ। তবে ফাইনালের রেজাল্ট নিয়ে খুশি নয় জনগণ।
সারেগামাপা এর বিচারকদের উপর বেশ ক্ষেপে আছে জনগণ। প্রত্যেকের মতে পার্শিয়ালিটি করে জেতানো হয়েছে অর্কদীপ কে। কারণ অর্কদীপ কেবল লোকসঙ্গীত গাইতে পারে, আর সেই কারণেই অনেকের মত একজন বিজয়ী হতে গেলে তাকে সব ধরনের গানই গাইতে জানতে হবে, আর সেই ক্ষেত্রে নিহারিকা কিংবা অনুষ্কা কে বিয়য়ী করা উচিত ছিলো।
সারেগামাপা প্রতিযোগিতা শেষ হতেই নিহারিকা নিজের সাথে আরেক প্রতিযোগী অনুরাগ চট্ট্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নিজের এই নতুন গানের অ্যালবাম টি বার করেছে। এই অ্যালবামে নীহারিকার গলার গান সত্যিই অসাধারণ। নিহারিকা সারেগামাপা ছাড়াও হিন্দি রিয়েলিটি শো তেও নিজের গায়িকির জাদু দেখিয়েছেন। এতদিন সারেগামাপা মঞ্চ নিজের সুরেলা কণ্ঠে মাতিয়েছেন নিহারিকা, আর এবার তার গান শোনা যাবে তার নতুন অ্যালবামে। আসুন শুনে নিন নীহারিকার সেই গানটি …