দামি পোশাকের ফাঁকে উন্মুক্ত ক্লিভেজ, হট লুকে প্রশংসা কুড়ালেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর

বলিউডের অন্যতম সাম্প্রতিককালের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। একটা সময় ইন্ডিয়ান আইডল এর পার্টিসিপেট হয়ে এসেছিলেন নেহা, আর আজ সেখানেই তিনি বসে আছেন বিচারকের আসনে। নেহার জীবন কোনো রূপকথার গল্প থেকে কম নয়।
নিম্নমধ্যবিত্ত ঘরে জন্ম নেয় নেহা। তার বাবা-মা তাদের তিন ভাইবোন কে নিয়ে ভজন গীতি করে সংসার চালাতেন। নেহা এবং তার দুই ভাইবোন টনি এবং সনু তখন অনেকটাই ছোট, তিন ছোট ছোট শিশুকে নিয়ে রাতের বেলা মাতা রানির জাগরণ গান গেয়ে বেড়াতেন তাদের বাবা-মা। নেহা সেইসব অতীতের কথা বলতে গিয়ে বারবারই কেঁদে ফেলেছেন বিভিন্ন অনুষ্ঠানে।
গানের জগতে এসে বেশ খ্যাতি পেয়েছেন নেহা বিশেষ করে রিমেক গানে নেহার জুড়ি মেলা ভার। একসময়ে বলিউড অভিনেতা হিমাংশু কোহলি সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন গায়িকা, তবে সেই সম্পর্ক টেকে নি, আর তার পর বেশ খানিকটা মনের দিক দিয়ে ভেঙ্গে গিয়েছিলেন নেহা, তাকে মাঝে মধ্যেই চোখের জল ফেলতে দেখা যেত প্রাক্তন প্রেমিকের জন্য। এরপর উদিত নারায়নের পুত্র আদিত্য নারায়নের সাথেও নেহার সম্পর্ক নিয়ে চর্চা শোনা যায়, তবে নেহা অতীতকে ভুলে গত বছর অক্টোবরে বিয়ে করেন রোহণপ্রীত সিংকে। নেহা গায়িকা হলেও বলিউড নায়িকা দের থেকে কোনো অংশে কম চর্চায় থাকেন না।
সম্প্রতি নেহা নিজের ইনস্টাগ্রম প্রফাইল কিছু ছবি পোস্ট করেছেন সেখানে নীল রঙের সুন্দর লেহেঙ্গা পরে আর খোলা চুল সাথে নিউড মেক আপ সাথে মানানসই কানের দুল পড়েছেন নেহা। গোল্ডেন জোরি দিয়ে লেহেঙ্গার ব্লাউজটিতে কাজ করা। উন্মুক্ত ক্লিভেজে দারুন হট লাগছিলো নেহাকে। নেটিজেনারা নেহার রূপে মুগ্ধ, ছবিগুলি মুহূর্তে হয়েছে ভাইরাল।