Advertisements

ভাঙ খেয়ে বলিউড ‘Super Hit’ গানে তুমুল নাচ মিঠুনের পুত্রবধূ মাদালসার, ভাইরাল ভিডিও

Advertisements

বলিউডের ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী পুত্রবধূ মাদালসা শর্মা বর্তমানে রয়েছেন বেশ চর্চায়। স্টার প্লাসের জনপ্রিয় মেগাসিরিয়াল ‘অনুপমা’তে কাব্য-এর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন মাদালসা। মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী মাদালসা।

মিঠুন চক্রবর্তী একসময় নিজের অভিনয় দক্ষতা দিয়ে হয়ে উঠেছিলেন বলিউডের ডিস্কো ড্যান্সার, আজও বলিউডে তার স্থান স্বমহিমায় একই জায়গায় রয়েছে। বড় বড় অভিনেতাদেরও মিঠুনের নামে বেশ গুণগান করতে শোনা যায়। তবে নিজে একজন বড় মাপের অভিনেতা হলেও সেই ভাবে কোন উত্তরসূরী এখনও পাননি মিঠুন। ছেলে মহাক্ষয় চক্রবর্তী অভিনয় জগতে আসলেও তেমনভাবে সফলতা পাননি তিনি। তাই সরে গিয়েছেন অভিনয় জগৎ থেকে। তবে এবার বোধহয় নিজের যোগ্য উত্তরসরী খুঁজে পেলেন মিঠুন চক্রবর্তী।

ইতিমধ্যে মাদালসার ইনস্টাগ্রামে ফলোইং এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ। আর সেই ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকেন মাদালসা। মাঝেমধ্যেই বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করতে থাকেন নিজের অনুরাগীদের উদ্দেশ্যে।

সম্প্রতি, হোলি খেলার কিছু ভিডিও এবং ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন মাদালসা। লাল এবং সাদা জমকালো কামিজের সাথে ভারী সিলভার গয়নায় পারফেক্ট ছিল মাদালসা হোলির সাজ। ভিডিওতে হাতে ভাঙ্গের গ্লাস নিয়ে ‘বালাম পিচকারি’ গানে কোমর দুলাতে দেখা গেল মিঠুনের পুত্রবধূকে। ভিডিও ছাড়াও মাদালসা হোলি খেলার কিছু ছবি পোস্ট করে নিজের সকল অনুরাগীদের কে হোলির শুভেচ্ছা জানালেন। মাদালসার এই ছবি এবং ভিডিও নেট মাধ্যমে আসার সাথে সাথেই তা প্রচুর পছন্দের সংখ্যা কুড়িয়েছে।

Related Articles