Yuvaan, শুভশ্রীর নাম বলার ভঙ্গিতে চিৎপটাং পুঁচকে ইউভান, মুহূর্তে ভাইরাল ভিডিও

টলিউডের হিট জুটি রাজ এবং শুভশ্রী, তবে এখন তাদের থেকেও বেশি হিট তাদের ছোট্ট রাজপুত্র ইউভান।রাজ এবং শুভশ্রী ঘর আলো করে ১২ ই সেপ্টেম্বর জন্ম নেয় ছোট্ট ইউভান। জন্ম লগ্ন থেকেই প্রায় সেলিব্রিটি হয়ে গিয়েছে রাজশ্রী এর রাজপুত্র। তবে মা-বাবা এবং ভালোবাসার মানুষরা তাকে সিম্বা বলেই ডাকে। তাঁর জনপ্রিয়তায় এতটাই যে জন্মের কিছুক্ষণের মধ্যেই ইউভানের নামে খুলে যায় একাধিক ফ্যান পেজ। বললে খুব একটা ভুল হবেনা ইউভান এখন টলিপাড়ার অন্যতম খুদে সেলিব্রেটি।
মাত্র ছয় মাস বয়সেই ছোট্ট ছোট্ট পায়ে দাঁড়াতে শিখে গেছে ইউভান। খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছে রাজ-শুভশ্রীর ছোট্ট সিম্বা, তবে বাবা রাজ সেইসব সামনে থেকে দেখতে পারছেন, না কারণ এই মুহূর্তে রাজ ভোটের ময়দানে ব্যস্ত।
তৃণমূলের ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের হয়ে লড়ছেন রাজ চক্রবর্তী, সেই কারণেই নাওয়া-খাওয়া ভুলে ব্যারাকপুরেই ঘাঁটি গেড়েছে পরিচালক। তাই এখন ভিডিও কলেই ভরসা, ভোটের প্রচার এর মাঝখানে ছেলেকে ভিডিও কল করতে ভুলছেন না বাবা।
ফোনের ছোট্ট স্কিনের মধ্যে দিয়েই ছেলেকে ধীরে ধীরে বেড়ে উঠতে দেখছেন তিনি। কখনো টলমল পায়ে দাঁড়াচ্ছে ইউভান, আবার কখনো মা ধাপ্পা বললে ধপাস করে শুয়ে পড়ছে সে। ছোট্ট ইউভানের এইসব কান্ড কারখানা দেখে মন ভরে যাচ্ছে বাবার, আর তাই ভোট প্রচারের হাজারো ব্যস্ততার মাঝে এইসব ভিডিওই সকলের সামনে নিয়ে আসছেন রাজ, যা কয়েক মুহূর্তের মধ্যেই ম্যাজিকের মতন হয়ে যাচ্ছে ভাইরাল।