লাল সাদা পোশাকে একেবারে স্বর্গের অপ্সরা রানীমা, দেবী রুপে নেটিজেনদের নজর কাড়ল দিতিপ্রিয়া

জি বাংলার রানী রাসমণি সিরিয়ালের রানী মা ওরফে দিতিপ্রিয়া টেলিভিশন জগতের এক জনপ্রিয় মুখ। টিআরপির দৌড়ে প্রতি সময়ে এগিয়ে থাকে রানী রাসমণি ধারাবাহিক আর তার অন্যতম কারণ হলো দিতিপ্রিয়ার অসাধারণ অভিনয়। এই ছোট্ট বয়সে পরিপক্ক অভিনয়ের দ্বারা সকলের মন জয় করে নিয়েছে দিতিপ্রিয়া। কিছুদিন আগেই নিজের অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ইতিমধ্যে সেই ছবি ও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিতিপ্রিয়া।
গত চার বছর ধরে একইরকমভাবে সাবলীল অভিনয়ের মাধ্যমে রানী মা হিসাবে নিজের চরিত্রকে টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তুলেছেন দিতিপ্রিয়া। রানী রাসমনির চরিত্রে অভিনয় শুরু করার সময় স্কুলের গন্ডি পেরোননি অভিনেত্রী বর্তমানে কলেজছাত্রী তিনি। তবে নিজের ভারী অভিনয়ের মাধ্যমে ছোট বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছেন দিতি।
ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করতে চলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি জন্য অফার এসেছে তার হাতে। জানা গেছে উত্তম কুমারের বায়োপিকে সাবিত্রী চট্টোপাধ্যায় এর ভূমিকায় দেখা দেখা যাবে দিতিপ্রিয়াকে। তারই সাথে শীঘ্রই বলিউডেও পা রাখতে চলেছে অভিনেত্রী।
সম্প্রতি গেছে দোল উৎসব আর তারপরেই দিতিপ্রিয়ার একটি ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে তার চিরাচরিত রানীমার সাজ থেকে বেরিয়ে এসে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া। তার পরনে স্নিগ্ধ সাজ, মাথায় ঘোমটা, গায়ে ফুলের গয়না, ঠিক যেন রাধিকার বেশে সেজেছেন দিতিপ্রিয়া। হাতে হলুদ আবির নিয়ে ‘সজনী সজনী রাধিকালো’ গানে ভিডিওটি বানিয়েছেন নায়িকা। দিতিপ্রিয়ার এই অপরূপ রূপে মুগ্ধ হয়েছে নেটিজেনরা, তবে জানা গিয়েছে এই ভিডিওটি গতবছর মহালয়ের।