শ্রীদেবীকে কিনে নিয়েছিলেন বনি কাপুর! অভিনেত্রীর মায়ের সঙ্গে ১১ লাখি চুক্তি হয় অর্জুন পিতার

আশি নব্বইয়ের দশকের অন্যতম সেরা অভিনেত্রী শ্রীদেবী, শ্রী এর রূপের জাদুতে পাগল ছিল আট থেকে আশি, আর তাদের মধ্যেই একজন ছিলেন তার স্বামী বনি কাপুর, বনি নিজের মুখেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন তিনি শ্রীদেবীকে একটি সাউতের ছবিতে দেখে তার প্রেমে পড়ে যান এবং তখনই মন স্থির করে নেন নিজের ছবিতে কাজ করাবেন শ্রী কে দিয়ে।
শ্রীদেবী বলিউডের প্রথম মহিলা সুপারস্টার, তিনি নেই আজ কেটে গেছে অনেকগুলো বছর, তবে মিস হাওয়া হাওয়াই এর জাদু এখনো মানুষের মনে অমলিন। শ্রীদেবীর প্রথম দর্শনেই তার প্রেমে হাবুডুবু খেয়ে ছিলেন বনি কাপুর, আগের পক্ষের স্ত্রী সন্তান থাকতেও বিয়ে করতে চেয়েছিলেন শ্রী কে। আর ২০১৩ সালে সেই প্রেম কাহিনীই সকলের সামনে তুলে ধরেছিলেন বনি কাপুর।
সত্তরের শেষের দিকে এক সাউথের ছবিতে শ্রীদেবীকে দেখে তাকে মন দিয়ে বসেন বনি। নিজের ছবিতে শ্রীকে দিয়ে কাজ করানোর জন্য বনি পৌঁছে গিয়েছিলেন চেন্নাই। সেই মুহূর্তে অবশ্য শ্রী ছিলেন সিঙ্গাপুরে। প্রথমবার যেদিন বনি শ্রীদেবী কে দেখেন সেদিনই মনস্থির করে নিয়েছিলেন তাকে বিয়ে করার, তবে শ্রী ছিলেন চিরকালই কম কথা বলা ইন্ট্রোভার্ট, সেই সময় শ্রীদেবীর মা তার সব কাজের বিষয়ে কথা বলতেন, বনিও শ্রীদেবীর মায়ের সাথে নিজের সিনেমার বিষয়ে কথা বলতে যান।
শ্রীদেবীর কাজের চাহিদা তখন আকাশচুম্বী, সিনেমার হিরোর থেকেও তখন বেশি পারিশ্রমিক নিতেন নায়িকা। শ্রীদেবীর মা জানিয়ে দেন ১০ লাখের নিচে কাজ করতে পারবেন না শ্রীদেবী, আর তা শুনে কোনো কিছু না ভেবেই বনি বলে বসেন তিনি ১১ লাখ টাকা পারিশ্রমিক দেবেন অভিনেত্রীকে। আর তখন থেকেই শ্রীদেবীর মায়ের গুড বুকে চলে আসেন বনি। এরপরই প্রেমের সম্পর্ক শুরু হয় বনি এবং শ্রীর মধ্যে, বনি তখন বিবাহিত দুই সন্তানের পিতা, সেই কথা অবশ্য শ্রীদেবীকে আগেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক।