Advertisements

বিনোদন জগতে শোকের ছায়া, মাত্র ৩১ বছরে প্রাণ হারালেন জনপ্রিয় তরুন গায়ক

Advertisements

আবারো দুঃসংবাদ বিনোদন জগতে। পথ দুর্ঘটনায় পাঞ্জাবের জনপ্রিয় গায়ক দিলজান এর মর্মান্তিক মৃত্যু। মঙ্গলবার ভোর রাতে অমৃতসর থেকে কর্তারপুর যাওয়ার পথে জিন্দিয়ালাগুরু এলাকায় গায়কের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলজান এর।

পুলিশ সূত্রে খবর মাত্র ৩১ বছর বয়সী দিলজান এর গাড়ি অমৃতসর থেকে করতারপুর যাওয়ার পথে জিন্দিয়ালাগুরু এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে। গাড়ির গতি অনেকটাই বেশি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। দিলজানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

দিলজানের মৃত্যুতে পাঞ্জাবের বিনোদন জগতে শোকের ছায়া বহু শিল্পীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ২০১২ সালের সুরক্ষেত্র’ নামের একটি টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন দিলজান। এর পরেই পাঞ্জাবের বেশ জনপ্রিয় গায়ক হয়ে ওঠেন তিনি। বহু পাঞ্জাবি ছবিতে গান গেয়েছেন দিলজান।

দিলজানের বাড়ি পাঞ্জাবের কর্তারপুর অঞ্চলে। স্ত্রী এবং সন্তান থাকেন কানাডায়। সম্ভবত এদিন নিজের বাড়িতেই যাচ্ছিলেন গায়ক এবং সেই সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

Related Articles