বিনোদন

অভিনয় ছাড়া আরও এক অসাধারন প্রতিভার অধিকারী ছিলেন শ্রীদেবী, তার সেই স্মৃতি সযত্নে তুলে রেখেছেন বনি কাপুর

Advertisement
Advertisement

অসংখ্য ছবিতে লুক গ্ল্যামার আর অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন তিনি। দক্ষিণী সিনেমা বা বলিউড উভয়েয় সমান বিচরন ছিল তার। এককালে বলিউডে দাপিয়ে কাজ করেছেন শুধু তাই নয় 1983 সাল থেকে বলিউডে কাজ করেছেন তিনি।

এরপর সংসার সামলে যখন সেকেন্ড ইনিংসে পদার্পন করেন বলিউডে তখনও ছক্কা হাঁকান। দু’দশক ধরে দর্শকদের মন জয় করার পর 2012 সালের ইংলিশ ভিংলিশ মম ছবিগুলোতে কোটি-কোটি দর্শকের হৃদয় ছুয়ে নিয়েছেন।

আশা করি এতক্ষণে বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে হ্যা শ্রীদেবী (Sridevi)। যিনি সর্বকালের সেরা অভিনেত্রী হিসেবে নাম কুড়িয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যে এইরকম একজন প্রতিভাবান ব্যক্তিকে মাত্র 54 বছর বয়সেই হারিয়ে ফেলেছি। 2018 সালে 24th February বলিউড এমন একজনকে হারিয়েছিল যার শূন্যস্থান পূরণ হওয়ার নয়।

তবে শুধুমাত্র অভিনয় নয় আরো একটি অসম্ভব গুন ছিল তার মধ্যে যা এতদিন সকলের অগোচরে ছিল। তিনি ছিলেন এক উচ্চ মাপের চিত্রশিল্পী। তার আকা বহু ছবি নিলামে চড়া দামে কিনেছিল মানুষ। তার এক একটি আকা ছবি দুবাইয়ে প্রায় 10 লক্ষ থেকে নিলাম শুরু হতো।

সাওয়ারিয়া ছবি মুক্তির আগে অভিনেত্রী সোনম কাপুরের একটি ছবি একেছিলেন শ্রীদেবী (Sridevi)। এই ছবিটিও নিলামে ওঠে। এছাড়াও তিনি অনেকের গুনী ব্যক্তিদের ছবি একেছেন যেমন মাইকেল জেকসন।

তাঁর আঁকা একটি ছবি এখনো তার স্বামী বনি কাপুরের অফিসে শোভা পায়। কাপুর পরিবারের কাছে অত্যন্ত মূল্যবান এটি। নিজের মেয়েদের ও পরিবারের অন্যান্য সদস্যদের ছবিও ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন তিনি। এমন গুনী মানুষের আকস্মিক মৃত্যু আজও শোক বয়ে আনে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles