Advertisements

তোমাকে তুলে নিয়ে যাবো, Didi No1 রচনা ব্যানার্জিকে অপহরণের হুমকি!

Advertisements

দিদি নাম্বার ওয়ানে জিততে না পারলে কিডন্যাপ করে তুলে নিয়ে যাবেন রচনা ব্যানার্জি কে। রচনাকে এমনই হুমকি দিলেন বাংলা চলচিত্রের অন্যতম জনপ্রিয় মহিলা ভিলেন অনামিকা সাহা। রচনা আজ দশ বছর হল জি বাংলার অন্যতম রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা করছেন বহু মানুষ খেলতে এসেছেন তার শোতে তবে এবার রীতিমতন কিডন্যাপের হুমকি পেলেন রচনা। কারণ এবার তাঁর অতিথি অন্য কেউ নয় বরং বাংলা চলচ্চিত্রের মারকাটারি ভিলেন অনামিকা সাহা।

অনামিকা সাহা একসময় বাংলা সিনেমা জগতের অন্যতম মহিলা ভিলেন ছিলেন। তার অভিনয় দিয়ে মানুষের মনে রীতিমতন আতঙ্ক তৈরি করতে পারতেন তিনি, তা দর্জাল শাশুরী হোক কিংবা লেডি ডন অনামিকা সাহার অভিনয় দক্ষতায় উঠে এসেছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঘাতক এর মতন সিনেমা ঘাতক এর বিন্দু মাসির চরিত্রে তিনি ছাপিয়ে গিয়েছিলেন সমস্ত পুরুষ ভিলেনদের কে। আবার কখনো তাকে দেখা গিয়েছে স্নেহময়ী মায়ের চরিত্রে অভিনয় করতে। এক কথায় অভিনেত্রী অনামিকা সাহা হলেন একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস।

অভিনেত্রীর আসল নাম ঊষা সাহা। অভিনয় জগতে এসে করতে হয়েছিল নিজের পরিচয় পরিবর্তন। ঊষা হয়ে ওঠে অনামিকা। নিজের গায়ের কালো রং এর জন্য অভিনেত্রীকে ছোটবেলা থেকেই শুনতে হয়েছে বহু কটু কথা। একটা সময় পড়তেন কলকাতার স্কটিশ চার্চ কলেজে তখনই মঞ্চে নাটক দিয়ে শুরু করেছিলেন অভিনয় জীবন। তারপরই এক পরিচালকের নজরে আসেন অভিনেত্রী, পান নিজের প্রথম ছবি ‘আশার আলো’। আর তারপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে কুড়িয়েছেন প্রশংসা। তবে বর্তমানে অবসর নিয়েছেন অভিনয় জগৎ থেকে।

আর সেই অনামিকা সাহা এবার দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। ইতিমধ্যেই এপিসোডের প্রমো ছড়িয়ে পড়েছে, আর সেখানে দেখা যাচ্ছে রচনা ব্যানার্জি কে হুমকি দিচ্ছেন অভিনেত্রী অনামিকা সাহা। জিততে না পারলে রচনা কে কিডন্যাপ করে তুলে নিয়ে যাবেন তিনি। যা শুনে ভয় পেয়ে গিয়েছেন রচনা, তবে এই সবকিছুই যে একেবারেই মজার ছলে তা তো বলার অপেক্ষা রাখে না। অভিনেত্রী অনামিকা সাহা কথা শুনে মঞ্চে উপস্থিত অন্যান্য প্রতিযোগী এবং রচনা হেসে অস্থির, আর সেই ভিডিও জি বাংলার অফিশিয়াল পেজ থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে।

Related Articles