বিনোদন

সুশান্তের জীবনের শেষ ছবি দেখাতে হবে বড় পর্দায়! আন্দোলনের ঝড়

Advertisement
Advertisement

সুশান্ত সিং রাজপুত কখনোই চাইতেন না তার ছবি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাক। এর আগে ধর্মা প্রোডাকশন এর ড্রাইভ হটস্টারে মুক্তি পাওয়ার সিদ্ধান্তে তিনি মনমরা হয়ে গিয়েছিলেন। এবার ফের এই বিষয়টি বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সুশান্ত জীবনের শেষ ছবি ওয়েব প্লাটফর্মে মুক্তি পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই মর্মাহত হয়েছেন ফ্যানেরা। প্রশ্ন উঠেছে যে বেঁচে থাকতে তার মত দক্ষ অভিনেতা যেভাবে অবহেলিত হয়েছে ইন্ডাস্ট্রিতে, মৃত্যুর পরেও কি তাকে একটু সম্মান দেওয়া যেত না?

সুশান্ত শেষ ছবি “দিল বেচারা” আগামী 24 শে জুলাই ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে। তবে এই খবরে একেবারেই খুশি নন প্রিয় অভিনেতার একগুচ্ছ ভক্তরা। তাদের দাবি অনলাইনে ডিজিটাল প্লাটফর্মে নয়, এই সিনেমা সরাসরি মুক্তি দিতে হবে প্রেক্ষাগৃহে অর্থাৎ বড় পর্দাতেই। সেই কারনে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনে সরব হন এই সকল ইউজাররা ।তাদের দাবি সিনেমা হলেই মুক্তি দিতে হবে এই ছবিকে।

টুইটারের দিল বেচারা মুক্তি নিয়ে টুইটের ঝড় বয়ে যায়। অনেকের দাবি অনলাইনে মুক্তি পেলে সেই সিনেমা আর কখনোই হলে ফেরে না তাই প্রথমে বড় পর্দায় মুক্তি দিতে হবে এই সিনেমাকে। ডিজিটাল এই ছবিটির মুক্তি বন্ধের দাবি জানিয়ে কিছুজন লেখেন এটিকে সিনেমাহলে মুক্তি দেওয়া হোক ছবি ব্লকবাস্টার করার দায়িত্ব আমাদের। করোনা আবহে বড়োপর্দায় মুক্তির সুযোগ নেই এমন দাবি মানতে নারাজ। ভক্তদের বক্তব্য পরিস্থিতি স্বাভাবিক হলে তখন ছবি মুক্তি দেওয়া হোক। বলিউড কেবল টাকার পিছনে ছুটছে।

প্রসঙ্গত ডিজনি প্লাস হটস্টার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে 24 শে জুলাই সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাচ্ছে। সাবস্ক্রাইবার ননসাবস্ক্রাইবার উভয়ই এই সিনেমা উপভোগ করতে পারবেন। হটস্টারে তরফের ক্যাপশনে লেখা হয়েছে এটি ভালোবাসা আশা অন্তহীন স্মৃতির গল্প সুশান্ত সিং রাজপুত এর কথা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles