whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

ও সাকি সাকি গানে অসাধারন নাচ দুই খুদে কন্যার, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

2004-এ মুক্তি পেয়েছিল মুসাফির ছবিটি আর সেখানেই প্রথম সাকি সাকি গানটি সাড়া ফেলেছিল। এরপর কালের নিয়মে নতুন গান জায়গা করে নিয়েছে কিন্তু 15 বছর তে আবার এই গানের রিক্রিয়েট করা…

Published By: Web Desk | Updated:
Advertisements

2004-এ মুক্তি পেয়েছিল মুসাফির ছবিটি আর সেখানেই প্রথম সাকি সাকি গানটি সাড়া ফেলেছিল। এরপর কালের নিয়মে নতুন গান জায়গা করে নিয়েছে কিন্তু 15 বছর তে আবার এই গানের রিক্রিয়েট করা হয় যা আবার উত্তেজনা জাগায়। এই গানের সাথে নোরা ফাতেহির বেলি ডান্স মন জয় করে নেয় সকলের। তারপর থেকে এখনো অবধি মাঝে মধ্যেই এই নাচের তালে কোমর দোলাতে দেখা যায় অনেককে। আর সেখানে বাদ নেই বাচ্চারাও। বর্তমান প্রজন্ম টিভির নাচ দেখে তা অনায়াসে তুলে ফেলতে পারে।

আপনার জন্য নির্বাচিত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দুটি বাচ্চা মেয়েকে এই গানের তালে নাচতে দেখা গেছে। আর তাদের এক্সপ্রেশন ও প্রতিটি বিটের সাথে সমানতালে স্টেপ অন্যান্য নাচের ভিডিও থেকে এই ভিডিওটিকে অভিনব করে তুলেছে।

ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি বাচ্চা মেয়ে এই গানে নাচ করেছেন। তাদের প্রত্যেকটা অঙ্গভঙ্গি আর এক্সপ্রেশনে মাত করে দিয়েছে। নয়নিকা তনয়া নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে আর কিছুক্ষনের মধ্যেই তা লাইক আর কমেন্টে ভরে গেছে।

ভিডিও দেখলে বোঝায় যাচ্ছে রীতিমতো তালিম নেয় তারা। চ্যানেলটিতে তাদের আরো নাচের ভিডিও রয়েছে যা তাক লাগানোর মতো। বাচ্চাদুটির নাচের প্রতিভা ইতিমধ্যে নজর কেড়েছে প্রচুর মানুষের। যে অসম্ভব সুন্দর ভঙ্গিমায় তারা নাচ করেছে তা অতুলনীয়।