টেক নিউজনিউজ

Oneplus pad: ভারতে লঞ্চ হলো ওয়ান প্লাস প‍্যাড গো! ১২ই অক্টোবর থেকে প্রি-বুকিং করা যাবে

ওয়ান প্লাস প‍্যাড গো কেনার আগে দাম ও ফিচার্স সম্পর্কে জানুন

Advertisement
Advertisement

ভারতের স্মার্টফোনের বাজারে এক বিশেষ জায়গা করে রয়েছে চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ওয়ান প্লাস। এই সংস্থার স্মার্টফোনগুলি ভারতের গ্রাহকদের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখে কোম্পানির বাজরে খুবই কম দামে নতুন মডেলের ওয়ান প্লাস ট্যাবলেট নিয়ে হাজির হয়েছে।সদ্য লঞ্চ হওয়া ওয়ান প্লাসের এই ট্যাবলেটের (Oneplus pad) দাম কত? ফিচার্স কী দেওয়া হয়েছে? বিস্তারিত ভাবে জেনে নিন।

খুব কম দামে ভারতের বাজারে লঞ্চ করেছে ওয়ান প্লাস প‍্যাড গো (Oneplus pad)। আগামী ২০ই অক্টোবর থেকে এটি বাজারে বিক্রি করা শুরু হবে। এই প‍্যাড-এর প্রারম্ভিক মূল্য শুরু হচ্ছে মাত্র ১৯,৯৯৯ টাকা থেকে। ওয়ান প্লাস প‍্যাড গো দুটি ভেড়িয়েন্টে সঙ্গে বাজরে আসবে, একটি WiFi মডেল অন্যটি LTE। WiFi মডেলটি ৮জিবি ও ১২৮ জিবি মেমোরির সঙ্গে আসবে, যার দাম ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে LTE মডেলটি একটি স্টোরেজে পাওয়া যাবে যার দাম ২১,৯৯৯ টাকা। ৮জিবি ও ২৫৬ স্টোরেজেও একটি LTE মডেল মিলবে, যার দাম রাখা হয়েছে ২৩,৯৯৯ টাকা।

আগামী ১২ই অক্টোবর থেকে প্রি-বুকিং শুরু হচ্ছে। অনলাইনে প্রি-বুক করা যাবে। প্রি-বুকিং এর ক্ষেত্রে মিলবে ২,০০০ টাকার ছাড়। শুধুমাত্র প্রি-বুকিং যারা করবেন তারাই এই ছাড়ের সুবিধা পাবেন। শুধু এটাই নয়, প্রি-অর্ডার করলে মিলবে বিনামূল্যে ফোলিও কভার। যার দাম ১,৩৯৯ টাকা। এর জন্য ক্রেতাদের আলাদা ভাবে টাকা নেওয়া হবে না। তবে প্রি-বুকিংয়ের ক্ষেত্রে কোনো ব্যাংক অফার পাওয়া যাবে না।

ওয়ান প্লাস প‍্যাড গো-এর ফিচার্স

● ওয়ান প্লাস প‍্যাড গো (Oneplus pad) ট্যাবলেটটি ১১.৩৫ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট, যা ৭:৫ রেশিও ও ৯০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে খুব বড় ও স্বচ্ছ। পাওয়া যাবে 2.4K রেজোলিউশন।

● এই ট্যাবলেটে (Oneplus pad) ৮০০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি লাগানো হয়েছে, যা ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্টেড। একবার চার্জ দিলে এক টানা ৪০ ঘন্টা গান শুনতে পারবেন।

● স্টোরেজের ক্ষেত্রে এসডি কার্ডের মাধ্যমে ১টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

● এছাড়া ইন্টেলিজেন্ট ব্রাইটনেস ফিচার, লো ব্লু লাইট প্রযুক্তি, আই কম্ফোর্ট মোড, নেচার টোন ডিসপ্লে মোড সহ একাধিক উন্নত ফিচার্স দেওয়া হয়েছে।

Related Articles