Advertisements

ডিসপ্লে থেকে ক্যামেরা সেরার সেরা! 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল itel P40+, দাম ৯ হাজার টাকারও কম

Advertisements

কমদামে ভালো ফিচারযুক্ত ফোন কিনতে চান সকলেই। তবে অনেক সময় দেখা যায় ভালো ফিচার থাকলে সেই ফোনগুলির দাম অনেকটাই বেশি হয়ে যায়। এছাড়া যদি কমদামের ফোন দেখতে যাই সেখানে আবার মনের মতোন ফিচার থাকে না। তবে আজ আমরা আপনাদের জন্য এমন একটি ফোনের তথ্য নিয়ে এসেছি, যেটি ৯,০০০ টাকার কমেই আপনি কিনে ফেলতে পারবেন। এছাড়া সেখানে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে যা নজর কাড়বে আপনার। এই ফোনটির নাম ‘itel P40+’।

ফিচার: এতে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সাথে রেজোল্যুশন রয়েছে ৭২০×১৬৪০ পিক্সেল। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। আর প্রসেসর হিসেবে রয়েছে Unisoc T606 অক্টাকোর প্রসেসর।

যদি আমরা র‍্যাম দেখি তাহলে পাবেন ৪ জিবি র‍্যাম ও ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম। ফলে মোট ৮ জিবি র‍্যামের সুবিধা পাবেন। এছাড়া পাবেন ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ফটোগ্রাফির জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে সেকেন্ডারি ‘এআই’ লেন্স দেওয়া হয়েছে।

এছাড়া সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ সামলাতে এতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৭০০০ mAh এর ব্যাটারী। সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে স্ট্যান্ডবাই মোডে সেটি ১৮ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

দাম: বর্তমানে ‘অ্যামাজন’এ আপনি ৪ জিবি র‍্যাম + ১৮৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাবেন মাত্র ৮,৪৯৯ টাকায়। যেখানে রঙের অপশনে রয়েছে ফোর্স ব্ল্যাক ও আইস সায়ান।

Related Articles