টেক নিউজনিউজ

Car without charge: বাজারে এলো দুর্দান্ত গাড়ি! একবার চার্জ দিলে চলবে টানা ৭ মাস

কোনো খরচ ছাড়াই ৭ মাস চলবে এই গাড়ি, গতি ১৬০ কিমি/প্রতি ঘন্টা

Advertisement
Advertisement

পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে করে মানুষ পেট্রোল ডিজেল চালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ি ব্যাপকভাবে বাজার দখল করতে শুরু করেছে। এরই মাঝে বাজারে চলে আসলো সৌরশক্তি চালিত গাড়ি। যে গাড়িটি চালাতে কোনো খরচ হবে না কারণ সূর্যের আলোতেই গাড়ির ব্যাটারি চার্জ (Car without charge) করা যাবে। প্রতি ঘন্টায় গাড়িটির সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার। চলুন এই গাড়িটি সম্পর্ক বিস্তারিত জেনে নিন।

সম্প্রতি সৌর শক্তি চালিত গাড়ি বাজরে এনেছে নেদারল্যান্ডসের লাইটইয়ার নামক একটি গাড়ি নির্মাণকারী সংস্থা। ফিনল্যান্ডে এই গাড়ির উৎপাদন শুরু হয়েছে। গাড়িটির নাম দেওয়া হয়েছে লাইটইয়ার ওয়ান। প্রায় ৬ বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই গাড়িটি (Car without charge) তৈরি করা হয়েছে। লাইটইয়ার কোম্পানির দাবি, এই গাড়িটি ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিবেগ তুলতে পারবে। গাড়িটিতে ৬০ কিলোওয়াট/প্রতি ঘন্টায় ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে।

লাইটইয়ার কোম্পানির দাবি, লাইটইয়ার ওয়ান (Car without charge) বিশ্বের প্রথম স্বয়ংসমূর্ন সৌর শক্তি চালিত গাড়ি। ইতিমধ্যে বাণিজ্যিক ভাবে গাড়িটি তৈরির কাজ চলছে। গাড়িটিতে ৬০ kWh ব্যাটারি প্যাক থাকার ফলে একবার চার্জ দিলে ৬২৫ কিমি যেতে সক্ষম হবে। আর সৌর শক্তিতে চার্জ হওয়ার ফলে রাতেও নিশ্চিন্তে ভ্রমণ করা যাবে। আগামী দিনে এই গাড়িটি গাড়ির দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে বলে মনে করছেন এই সংস্থা।

গাড়িটির (Car without charge) বনেট, ছাদ ও পিছনে সোলার প্যানেল লাগানো হয়েছে। যা সৌর শক্তি থেকে গাড়ির ব্যাটারি চার্জ করবে। যে সমস্ত দেশে সূর্যের আলো কম পরে, সেই সব দেশে একবার চার্জ দিয়ে টানা দুই মাস গাড়িটি চালাতে পারবে। এছাড়া এই গাড়িটি প্রতিদিন যদি ৩৫ কিমি করে যাতায়াত করে, তবে একবার চার্জে টানা ৭ মাস পর্যন্ত চলবে। এই গাড়িটির দাম ১ লক্ষ ৭৫ হাজার ইউএস ডলার। ২০১৯ সালে এই গাড়িটির কন্সেপ্ট মডেল বাজারে আসে এবং ২০২১ সালে এর উৎপাদন শুরু হয়। বর্তমানে বাণিজ্যিক ভাবে প্রস্তুত লাইটইয়ার ওয়ান।

Related Articles