হাঁসফাঁস গরমে কাহিল রাজ্যবাসী, কবে হবে বৃষ্টি? জানাল হাওয়া অফিস

বর্তমানে করোনার ঝড়ে জেরবার বঙ্গ। ভাইরাসের দ্বিতীয় ঢেউ তছনছ করে দিয়েছে জনজীবন। আর তার সাথেই গোদের উপর বিষ ফোঁড়া বাতাসের অসহ্য তাপমাত্রা। গরমের পারদ যেন কিছুতেই নামার নাম নিচ্ছে না। কয়েকদিন আগে কলকাতাসহ বঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখী হয় সামান্য স্বস্তি দিলেও তা ছিলো ক্ষণস্থায়ী। আবার গরমের দাবদাহে জেরবার মানুষ, আর এরই মাঝে খানিকটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিতে ভাসতে পরে বিভিন্ন জেলা। চলতি সপ্তাহেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মতন উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকলেও সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বলে জানিয়েছে হাওয়া ভবন। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্ব্বোচ ৮৬ শতাংশ, এবং নিম্ন ৩২ শতাংশ। গত ২৪ ঘন্টায় আকাশ ছিলো পরিষ্কার।