খেলানিউজ

World Cup Opening Ceremony: বিশ্বকাপের ওপেনিং সেরমিনিতে গান গাইবে আশা-অরিজিৎ-শ্রেয়া, আর কোন কোন তারকা থাকে? জেনে নিন

আশা ভোঁসলে, অরিজিৎ সিং সহ একাধিক বলি তারকার পারফরম্যান্সের মধ্যে দিয়ে শুরু হবে বিশ্বকাপ

Advertisement
Advertisement

আগামী ৫ই অক্টোবর শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। ভারতের মাটিতে হবে এই খেলাটি। ইতিমধ্যে ভারতে আসতে শুরু করেছে বিভিন্ন দেশের ক্রিকেট টিম। বিশ্বকাপের প্রস্তুতি তুঙ্গে। ভারতের ১০টি স্টেডিয়ামে খেলবে বিশ্বের ১০টি দল। জানা যাচ্ছে, আগামী ৪ঠা অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের (World Cup Opening Ceremony) মধ্যে দিয়ে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর একদিন আগেই হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থাকবে আশা, অরিজিৎ থেকে শুরু করে আরো অনেক তারকা। কোন কোন তারকা দ্বারা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন হবে জেনে নিন।

৪ঠা অক্টোবর অর্থাৎ বিশ্বকাপ শুরু হওয়ার একদিন আগে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রত্যেক দলের ক্যাপ্টেন উপস্থিত হবে। এদিনই হবে উদ্বোধনী অনুষ্ঠান (World Cup Opening Ceremony)। ৫ তারিখ দুপুর ২টার সময় প্রথম ম্যাচ শুরু হবে। তাই ওইদিন পর্যাপ্ত সময় না পাওয়ায়, আগের দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইদিন ক্যাপ্টেন্স মিটের পর সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে ওপেনিং সেরমিনি।

ভারতে বিশ্বকাপ আর বলিউডের তারকারা থাকবে না তা তো হতে পারে না। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে (World Cup Opening Ceremony) গান করতে দেখা যাবেআশা ভোঁসলেকে।ওপেনিং সেরমিনিতে গান বাইবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালও। এর আগে এই তিনজনকে ওয়ার্ল্ড কাপের ক্লোজিং সেরমিনিতেও গান করতে দেখা গিয়েছে। এছাড়া শঙ্কর মহাদেবনও গান করতে পারেন বলে শোনা যাচ্ছে। এদিন এক বিশেষ আলোর প্রদর্শনীর ও ব্যবস্থা করা হয়েছে।

শুধু সংগীত শিল্পী নয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলিউড অভিনেতা অভিনেত্রীরাও। এই তালিকায় প্রথমেই যার নাম উঠে আসে তিনি রণবীর সিংহ। তাঁকে বিশ্বকাপের থিম সঙ্গেও দেখা গিয়েছে। জানা যাচ্ছে এদিন আমেদাবাদের স্টেডিয়ামে ওপেনিং সেরমিনিতে মঞ্চ মাতাবেন রণবীর সিংহ। এছাড়াও এদিন দেখা যাবে বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়ার পারফরম্যান্সও। ওপেনিং সেরমিনিতে সে সব উল্লেখ্য প্রদর্শনীর মধ্যে গুরজারাটের সংস্কৃতিও দেখানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে (World Cup Opening Ceremony) উপস্থিত থাকবেন ১০টি দলের ক্যাপ্টেন। আগামী ৩রা অক্টোবর আহমেদাবাদ পৌঁছাবেন সমস্ত দলের অধিনায়করা। এছাড়াও এদিন আইসিসি ও বিসিসিআই-এর সদস্যরাও উপস্থিত থাকবেন। পরদিন অর্থাৎ ৫ অক্টোবর ওই স্টেডিয়াম থেকেই প্রথম খেলা শুরু হবে। প্রথম ম্যাচটি রয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই একই স্টেডিয়ামে ১৯শে নভেম্বর বিশ্বকাপ ফাইনাল হবে।

Related Articles