নিউজ

ঘরে বসেই আবেদন, ৫ টাকায় মিলবে নতুন রেশন কার্ড! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

রেশন কার্ড না থাকলে খুব সহজেই এখন রেশন কার্ডের জন্য আবেদন করা যায়। ঘরে বসেই আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

দেশে লকডাউন জারি হবার পরে সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার এক দেশ এক রেশন কার্ড প্রক্রিয়া চালু করেছে। আর এরফলে সাধারণ মানুষের পক্ষে রেশন তোলা সুবিধা হয়েছে। এখন এক রাজ্যের মানুষ ও অন্য রাজ্যে গিয়ে রেশন তুলতে পারবে। রেশন কার্ড খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। রেশন কার্ডকে পরিচয়পত্র হিসাবেও গণ্য করা হয়। রেশন কার্ড না থাকলে খুব সহজেই এখন রেশন কার্ডের জন্য আবেদন করা যায়। তাই ভয় পাবার দরকার নেই। ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমেই আপনি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন?
রেশন কার্ড আবেদনের জন্য রাজ্য সরকারের ওয়েবসাইটে যেতে হবে। রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
রেশন কার্ড তৈরির জন্য আইডি প্রুফ হিসাবে জমা দিতে হবে- ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি।

আবেদনের মূল্য-
আবেদনের জন্য ৫ টাকা থেকে ৪৫ টাকা লাগবে।

রেশন কার্ড আবেদনের শর্ত-
আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। ১৮ বছরের কম বয়স শিশুদের বাবা মায়ের রেশন কার্ডে অন্তর্ভুক্ত করা হবে। একজন ব্যক্তির একটাই রেশন কার্ড থাকবে।

 

Related Articles