খেলানিউজ

Ravichandran Ashwin: অজিদের হারাতে দলে সুযোগ পাঁচ বছরে দুই ম্যাচ খেলা ক্রিকেটারের

২০ মাস পরে আবারও ওয়ান ডে দলে সুযোগ পেলেন রবিচন্দ্রন অশ্বিন

Advertisement
Advertisement

১২ বছর পর আবারো দেশের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। শেষবার এদেশে আয়োজিত হওয়া বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের সেই আসরে গোটা টুর্নামেন্টে জুড়েই দারুন পারফর্ম করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তারপর দুই দুইটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে হারের মুখ দেখতে হয় ভারতকে। যথেষ্ট শক্তিশালী দল নিয়ে যাওয়া সত্ত্বেও নকআউটে গিয়ে মুখ থুববে পড়াটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে দলের। তাই এবার যথেষ্ট আট-ঘাট বেঁধেই শক্তিশালী দল নিয়ে দেশের মাটিতে কাপ পুনরুদ্ধারের অভিযানে নামতে চলেছে রোহিত বাহিনী।

বেশ কিছুদিন আগেই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে দিয়েছে ভারত। সদ্য এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মারা। কিন্তু এশিয়া কাপ বা বিশ্বকাপ কোন দলেই জায়গা হয়নি দলের সবথেকে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। তবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেয়েছেন তিনি।

যেখানে গত পাঁচ বছরে মাত্র দুইটি ওয়ানডে খেলেছেন, সেমতাবস্থায় বিশ্বকাপের আগে ভারতীয় দলে অশ্বিনের অন্তর্ভুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। তবে কারো কারো মতে দলে তার অন্তর্ভুক্তির অন্যতম কারণ এশিয়া কাপের বাংলাদেশ ম্যাচে দলের অন্য আরেক স্পিনার অক্ষর প্যাটেলের চোট পাওয়া। ভারত লোয়ার মিডিল অর্ডারে এমন একজন স্পিনার অলরাউন্ডার চায় যিনি বলের সাথে সাথে মোটামুটিভাবে ব্যাটটিও করতে পারেন। যে কারণে বারবার সুযোগ থাকা সত্ত্বেও ব্যাটের হাত ভালো না থাকার কারণে ব্রাত্য হচ্ছেন যুজুবেন্দ্র চাহাল।

ভারতীয় টেস্ট দলের অন্যতম প্রধান ও নিয়মিত সদস্য হলেও এত বছরের ক্যারিয়ারে অশ্বিন (Ravichandran Ashwin) ওয়ানডে খেলেছেন মাত্র ১১৩টি এবং তিনি টি-টোয়েন্টি খেলেছেন ৬৫টি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে উইকেট নিয়েছেন ১৫১টি এবং ৭২টি। তবে তার টেস্ট রেকর্ড ঈর্ষনীয়, বর্তমানে এই ফরমাটের এক নম্বর বোলার তিনি। ৯৪টি টেস্ট ৪৮৯টি উইকেট রয়েছে তার। আসলে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের হেরে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে দলে অনিয়মিত হয়ে পড়েন রবিচন্দ্রন। ওইদিন কোনো উইকেট পাননি তিনি।

জাদেজা এবং অশ্বিনের (Ravichandran Ashwin) মত দুইজন ফিঙ্গার স্পিনারকে একসঙ্গে দলে না খেলিয়ে কুলদীপ বা চাহাল এর মত একজন রিস্ট স্পিনারকে দলে রাখতে চায় ভারত। এখন দেখার বিষয় অস্ট্রেলিয়া সিরিজে ভাল ফল করে অশ্বিন বিশ্বকাপের দরজা খুলতে পারেন কিনা? গত রবিবারই তিনি ৩৭ বছর পূর্ণ করলেন। খানিকটা অপ্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়া সিরিজে ওয়ানডেতে দলে ডাক পাওয়ায় বেশ খুশি তিনি। এটা তার জন্মদিনের অন্যতম সেরা উপহার বলেও মনে করছেন। দলের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন এখন সবাই কেই ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হচ্ছে।

Related Articles