অফবিটনিউজ

Personality: হাঁটার ধরণ প্রকাশ করে ব্যক্তিত্ব, আপনি ব্যক্তিত্ব জানান দেয় আপনার হাঁটার ধরণ

হাঁটা দেখেই বোঝা যায় একজন মানুষের ব্যক্তিত্বের ধরণ

Advertisement
Advertisement

বিভিন্ন মানুষের হাটার ধরণ বিভিন্ন রকম হয়ে থাকে। তবে আপনি কিভাবে হাঁটেন তার ওপর নির্ভর করছে আপনার ব্যক্তিত্ব (Personality)। হাঁটার ধরণের উপর অনেক গবেষণা করে দেখা গিয়েছে, হাঁটার মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের ব্যক্তিত্ব। এ বিষয়ে ১৯৩৫ সালে সাইকোলজিস্ট ওয়ের্নার উল্ফ সর্বপ্রথম একটি গবেষণা পত্র প্রকাশ করেন। পরে যেটি সত্য প্রমাণিত হয়। কোন ধরণের হাঁটা, কোন ব্যক্তিকে ইঙ্গিত করে? চলুন তাহলে জেনে নিন

১) ধীরে ধীরে হাঁটার ক্ষেত্রে ব্যক্তিত্বের (Personality) ধরণ

যে সমস্ত ব্যাক্তি ধীর গতিতে হাঁটে এবং হাঁটার সময় কাঁধ ও মাঠ সোজা থাকে, সেই সমস্ত ব্যাক্তি শান্ত প্রকৃতির ও ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের অধিকারী৷ এই সমস্ত ব্যক্তি অনেককেই অনুপ্রাণিত করেন। আত্মবিশ্বাসী ও সাহসী হন। এই ধরণের মানুষ বার বার ভুল করতে পছন্দ করেন না এবং বিশ্বাস একবার ভাঙলে বিশ্বাস পাওয়া যায় না।

২) মাথা নীচু করে ধীর গতিতে হাঁটলে ব্যক্তিত্বের (Personality) ধরণ

কেউ যদি ধীর গতিতে থাকে এবং সে সময় মাথা নীচু থাকে তাহলে সেই ধরণের মানুষ অন্তর্মুখী হয়ে থাকে। এই ধরণের ব্যক্তিত্বের মানুষ সাধারণত ভীতু, দুর্বল হয়। মানসিক ভাবে কষ্টে ভোগেন। এই ধরণের ব্যক্তিত্বের মানুষের আত্মবিশ্বাস কম।

৩) দ্রুত গতিতে হাঁটলে ব্যক্তিত্বের (Personality) ধরণ

যে সমস্ত মানুষ খুব দ্রুতগতিতে হাঁটেন তারা মনের দিক থেকে খুব ভালো হয়। এই ধরনের মানুষ সহজেই অন্যের সাথে মিশে যেতে পারে। একদমই ভীতু নয়। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সবসময় বদ্ধপরিকর থাকে। যেকোনো কাজ দ্রুত মিটিয়ে ফেলতে পছন্দ করেন। যে কোনো কাজে ঝুঁকি নিতে পছন্দ করেন।

৪) লম্বা ও ছোট পা ফেলেন হাঁটলে ব্যক্তিত্বের (Personality) ধরণ

যে সব মানুষ দীর্ঘ পদক্ষেপ ফেলে হাঁটতে পছন্দ করেন, তারা আত্মবিশ্বাসে ভরপুর থাকে। নিজের মতামত বেশি গুরুত্ব দেয়। ঠিক ভুল সম্পর্কে সঠিক ধারণা থাকে। বাইরে থেকে দেখে কঠিন মনে হলেও, মনের দিক থেকে নরম হয়। অন্নদিকে যে সব ব্যক্তি ছোট ছোট পা ফেলেন হাঁটেন, তাঁরা আত্মকেন্দ্রিক, সাবধানী হয়ে থাকে। এই ধরণের ব্যক্তিদের উপর ভরসা করা যায় না।

৫) হাঁটার সঙ্গে হাত দুললে ও হোঁচট খেলে ব্যক্তিত্বের (Personality) ধরণ

হাঁটার সময় যে সব ব্যক্তির হাত দোলে, তারা বেশ খোলা মনের মানুষ হয়। কোনো কিছু নিয়ে বেশি ভাবেন না। জীবনকে খুব হাল্কা ভাবে নিয়ে থাকে। অন্য দিকে যে সব ব্যক্তি হাঁটতে গিয়ে হোঁচট খাওয়ার অভ্যাস রয়েছে,
তারা নম্র ও অন্তর্মুখী প্রকৃতির।

Related Articles