কলকাতানিউজরাজ্য

ফুঁসছে নিম্নচাপ, রাজ্যের এই জেলাগুলিতে ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে।

Advertisement
Advertisement

ফের গভীর নিম্নচাপের ভ্রূকুটি। বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি আছে ওড়িশা উপকূলে। এদিকে ওড়িশায় আবার একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ওড়িশা, ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানিয়েছে হাওয়া অফিস। আর এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। এদিকে আজ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই তিন জেলাতেই কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা। মাঝে মধ্যে আকাশ কালো করে আসছে। কয়েক জায়গাতে হালকা বৃষ্টিপাত হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

Related Articles