আন্তর্জাতিকনিউজ

পৃথিবীর বাইরে এবার মঙ্গলেও ক্রিকেটের হদিশ পেল আইসিসি!

Advertisement
Advertisement

ক্রিকেটপ্রেমীদের মনে‌ আইসিসির টুইট দেখে প্রশ্ন জেগেছে, এবার ক্রিকেট কি পৃথিবী ছেড়ে মঙ্গলে পাড়ি দিল নাকি! এমনই জল্পনা কোটি কোটি ক্রিকেট ভক্তদের মধ্যে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বারবার দাবি করে এসেছে যে ক্রিকেট সব সময়ই অন্য জগতের খেলা।

শুক্রবার মঙ্গল গ্রহে সফল ভাবে অবতরণ করতে পেরেছে নাসা। এরপরই নাসার বিজ্ঞানীরা উল্লাসে ফেটে পড়েন। আগামী দুই বছর ধরে নাসার Perseverance রোবটটি গবেষণা চালাবে মঙ্গলের মাটিতে।

আইসিসি সেই প্রসঙ্গ টেনে নাসাকে ট্যাগ করে মঙ্গলের বুকে পিচের কাল্পনিক ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ‘নাসা টসে জিতলে আগে ব্যাট করবে, না বল করবে?’ মহাকাশ যান দেখা যাচ্ছে দূরে।

আইসিসির এই মজার টুইটের পরিপ্রেক্ষিতে ক্রিকেট প্রেমীরা লিখেছেন, ‘মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ মঙ্গলে কম, এখানে মাটিতে কয়েন পড়বে না টস করতে গেলে’। অনেকে আবার প্রসঙ্গ টেনে এনেছেন সম্প্রতিক চেন্নাই-এ ঘটে যাওয়া ভারত বনাম ইংল্যান্ড টেস্টে পিচের।

Related Articles