অফবিট

এক নয় দুটি লেজ, ছ’টি পা! বিরল কুকুরছানাকে দেখে বিস্মিত বিশ্ববাসী, ভাইরাল ছবি

Advertisement
Advertisement

‘স্কিপার’ এর জীবনটা আর পাঁচটা সাধারণ কুকুরছানার মতো হতেই পারত। কিন্তু রাতারাতি সকলকে চমকে দিয়েছে তার শারীরিক গঠন। আমেরিকার এই খুদে না-মানুষের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। যেন রীতিমতো সেলেব সে! কারণ, তার দুটি লেজ, সাথে ছয়টি পা! বিস্মিত নেটিজেনরা এই ঘটনায়।

খুব বিরল কিছু নয় অস্বাভাবিক দৈহিক গঠন নিয়ে পশুদের জন্ম। তবে সাধারণত বেশিদিন বাঁচে না এই ধরনের পশুরা। তবে পশু চিকিৎসকরা আশাবাদী স্কিপারের ক্ষেত্রে। গত সপ্তাহে ‘স্কিপার’ জন্মেছে ওকলাহোমার নিল পশু হাসপাতালে। শারীরিক গঠন স্বাভাবিক তার ভাইবোনেদের। কেবল সেই আলাদা হলেও ছিল সম্পূর্ণ সুস্থ। বিশেষজ্ঞদের মতে, আরও একটি ভ্রুণ মাতৃগর্ভে তার শরীরের সঙ্গে জুড়েছিল, কিন্তু সেটি আর আলাদা হতে পারেনি, তাই এভাবেই তার জন্ম।

তবে এখনও ডাক্তারেরা বুঝতে পারছেন না, আদৌ স্কিপার ঠিকমতো হাঁটতে পারবে কিনা। তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, অতগুলি পা নিয়ে তার চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা। তবে স্কিপারের দৈহিক ওজন এখনও পর্যন্ত একেবারে স্বাভাবিক। তাই চিকিৎসকদের বিশ্বাস অন্য সব দিক থেকে কোনও সমস্যা হবে না তার বেড়ে ওঠায়।

তবে ইতিমধ্যেই এক দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তার ছোট্ট জীবন। বিষয়টি হলো, তার মা তাকে নিজের সন্তান বলে চিনতে চাইছে না অন্যরকম শারীরিক গড়নের কারণে। ফলে সে বঞ্চিত মাতৃদুগ্ধের আশ্রয় থেকে। আপাতত স্কিপারকে বোতলে করেই দুধ খাওয়ানো হচ্ছে যে হাসপাতালে সে রয়েছে।

Related Articles