অফবিট

ইচ্ছাশক্তির জয়, মাত্র ৩০০ টাকা দিয়ে কোটি টাকার মালিক এই তরুণী

মাত্র ৩০০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এখন তাঁর কোম্পানির টার্নওভার সাড়ে ৭ কোটি টাকা।

Advertisement
Advertisement

ইচ্ছে থাকলে উপায় হয়। মনে সাহস আর অদম্য জেদ থাকলে যে কোনো কঠিন কাজকেই সহজে জয় করা যায়। আর এবার এরকম এক কাজ করে দেখালেন এই মহিলা। মাত্র ১৫ বছর বয়সে ইনি ঘর ছাড়া হয়েছিলেন। মাত্র ৩০০ টাকা, একজোড়া জুতো, দু’জোড়া জামা ছাড়া তাঁর কাছে আর কিছু ছিল না। তবে এই তিনটে জিনিস ছাড়াও ছিল মনের অদম্য জেদ। আর যার জন্যই এখন তিনি কোটি টাকার মালিক। একেবারে চমকে গেলেন তো? তবে এটাই সত্যি ঘটনা।

এনার নাম চিনু কালা। তিনি রুবানস অ্যাকসেসরিজের মালিক। ১৯৮১ সালে ১০ অক্টোবর রাজস্থানে জন্ম হয়েছিল তাঁর। যদিও প্রথাগত শিক্ষার তিনি সুযোগ পাননি। তাঁর বাস্তব অভিজ্ঞতাই হল শেখার মূল প্রেরণা। পরিবারের রোজকার অশান্তি মেনে নিতে না পেরে বাড়ি ছেড়েছিলেন। যদিও এই বাড়ি ছাড়ার সাহস কে জুগিয়েছিল, সেই কারণ অজানা। মাত্র ৩০০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এখন তাঁর কোম্পানির টার্নওভার সাড়ে ৭ কোটি টাকা।

যদিও তাঁর এই সাফল্যের জার্নিটা সহজ ছিল না। বাড়ি থেকে বেরিয়ে প্রথম কয়েকদিন খুব ভয়ে কেটেছিল, রাস্তায় রাস্তায় ঘুরে দিন কাটিয়েছিলেন। আর তারপরেই একটা আশ্রয়ের সন্ধান মেলে। প্রতি রাতে ২০ টাকার বিনিময়ে একটি ডর্মিটরিতে থাকতেন তিনি। এরপর তিনি লোকের বাড়ি বাড়ি ঘুরে ছুরির সেট, কোস্টার ইত্যাদি বিক্রি করার কাজ করতে থাকেন। তবে এই কাজেও নানা প্রতিকূলতা সত্বেও মাত্র এক বছরের মধ্যে তিনি এই পেশায় দক্ষ হয়ে ওঠেন, ফলে তাঁকে ওই সেলস কোম্পানি সুপারভাইজারের পদে উত্তীর্ণ করে।

শুধু এই কাজই নয়, রেস্তরাঁয় ওয়েট্রেস-এর কাজও করেছেন। মডেলিং থেকেও উপার্জন করেছেন তিনি। এরপরেই ২০০৪ সালে বেঙ্গালুরুর বাসিন্দা অমিত কালার সঙ্গে বিয়ে হয়। তাদের একটি মেয়েও রয়েছে। চিনুর জীবনের টার্নিং পয়েন্ট আসে ২০০৮ সালে। তিনি মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনালেও পৌঁছন। কিন্তু ইংরাজিতে ঠিকমতো উত্তর দিতে না পারার জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন।

এরপরেই তিনি মডেলিং জগতে প্রবেশ করেছিলেন। এই কাজ করতে করতেই ফ্যাশন জুয়েলারিতে আগ্রহ জন্মায় তাঁর। এরপর চিনু নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করে ফেলেন। ২০১৪ সালে অনলাইন জুয়েলারি ব্যবসা শুরু করে দেন। তাঁর এই কোম্পানির নাম রুবানস অ্যাকসেসরিজ। অনলাইনের পাশাপাশি বেঙ্গালুরুর ফোরাম মলেও রুবান অ্যাকসেসরিজের আউটলেট রয়েছে। আর এখন চিনু দেশের একজন সফল ব্যবসায়ী তা আর বলতে বাকি রাখে না।

Related Articles