অফবিট

এক ফোঁটা বীর্য তৈরির জন্য ক’ফোঁটা রক্তের দরকার হয়? অনেক ছেলেরাই জানে না

Advertisement
Advertisement

GK Quiz: জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তো চাকরিপ্রার্থীরা এই বিষয়ে যতটা সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। এই বিষয়ের অধীনে যত পড়া যায়, ততই কম। চাকরিপ্রার্থীদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতেই এই প্রতিবেদনে আনা হল জেনারেল নলেজ বিষয়ক কিছু প্রশ্নোত্তর (GK Quiz SAQ)।

General Knowledge Short Answer Questions (GK Quiz):

GK Quiz

১. একটি অভিযোজিত প্রাণীর নাম বলো।
উঃ- একটি অভিযোজিত প্রাণীর নাম হল বাদুড়।

২. বৈদিক যুগে বাড়ি কী দিয়ে তৈরি করা হতো?
উঃ- বৈদিক যুগে বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি করা হতো।

৩. শরীরের কোন অংশ থেকে ঘাম বেরোয় ন?
উঃ- মানুষের ঠোঁট থেকে ঘাম বেরোয় না।

আরও পড়ুন: রোশন নয়! গভীর রাতে পর পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ শ্রাবন্তী, তুমুল ভাইরাল ছবি

৪. বৃহত্তম টাঁকশাল ভারতের কোথায় রয়েছে?
উঃ- বৃহত্তম টাঁকশাল কলকাতায় রয়েছে।

৫. দেশের সবচেয়ে বড়ো শপিং মল ভারতের কোথায় রয়েছে?
উঃ- ভারতের সবচেয়ে বড়ো শপিং মল রয়েছে কেরালা রাজ্যের কোচিতে।

GK Quiz

৬. এনসিসি (NCC)-এর প্রতিষ্ঠাতার নাম কী?
উঃ- এনসিসি (NCC)-এর প্রতিষ্ঠাতা হলেন পন্ডিত হৃদয়নাথ কুঞ্জুর।

৭. কলকাতায় প্রকাশিত প্রথম বাংলা সংবাদ পত্রিকার নাম কী?
উঃ- কলকাতায় প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা ছিল সমাচার দর্পণ।

৮. কে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান?
উঃ- দেবীকা রানী প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান।

৯. মস্তিষ্কের আবরণীর নাম কী?
উঃ- মস্তিষ্কের আবরণীর নাম হল মেনিনজেস।

১০. কোন জীবিকার সঙ্গে ‘লোন ওয়েভার’ শব্দটি যুক্ত?
উঃ- কৃষিকার্যের সঙ্গে ‘লোন ওয়েভার’ শব্দটি যুক্ত।

১১. ‘ক্রোমোজোম’ শব্দটির প্রবর্তনকারীর নাম কী?
উঃ- ওয়ালডেয়ার সর্বপ্রথম ‘ক্রোমোজোম’ শব্দটি প্রবর্তন করেন।

১২. এক ফোঁটা বীর্য তৈরির জন্য ক’ফোঁটা রক্তের দরকার?
উঃ- এক ফোঁটা বীর্য তৈরির জন্য মোটামুটি ৬০-১০০ ফোঁটা রক্তের দরকার।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles