অফবিট

চারটি পা ও ডানা, সমুদ্রতীরে ভেসে উঠলো রহস্যময় এক প্রাণী! চরম আতঙ্কে মানুষ

Advertisement
Advertisement

এই পৃথিবীর প্রাণীজগৎ কতই না বৈচিত্র্যময়। বিচিত্র স্বভাবের হাজারো প্রাণের ছড়িয়ে রয়েছে এই পৃথিবী জুড়ে। প্রাণী জগৎ যেন এক রহস্যের নাম, নানান রঙের নানান ঢঙের প্রানী দিয়ে সমৃদ্ধ এই জগত। পৃথিবীর আনাচে কানাচে যে পরিমাণ জীবজন্তুর খোজ মেলে তার কটায় বা আমরা জানি!! তবে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই অনেক অজানা প্রানীর ছবি ফুটে ওঠে, যার বৈশিষ্ট স্বভাব আমাদের কাজে অজানা। সম্প্রতি এরকমই এক অদ্ভুত রহস্যময় প্রাণী খোজ মিলল। আর নিমেষের মধ্যেই সেই অদ্ভুত প্রাণীর ছবি ভাইরাল হয়েছে। এমনই ঘটনা ঘটেছে ব্রিটেনে।

গত 29 শে জুলাই ইংল্যান্ডের আইন্সডেল বীচে 15 ফুটের বীভৎস দেখতে এক রহস্যময় প্রাণী ভেসে ওঠে। আর এই প্রাণীটিকে চাক্ষুষ দেখতে রীতিমত ভিড় জমে যায় সমুদ্রতটে। অজানা এই প্রানীটিকে দেখে প্রথমে ভয় পেয়ে যান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে গত বুধবার সমুদ্রের ধারে এই বিশালাকায় প্রাণীটিকে পড়ে থাকতে দেখতে পান , যদিওবা বোঝা যাচ্ছিল প্রাণীকে বেশ কিছুদিন আগেই মারা গেছে। কিন্তু এই অদ্ভুত প্রাণীটির নাম কি বা কিরে এলো তা নিয়ে অনেক জিজ্ঞাসা তৈরী হয়েছিল সকলের মনে। ওই এলাকায় এইরকম জীব এর আগে কখনো দেখা যায়নি।

যতসম্ভব সন্তানসম্ভাবা ছিল ও সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হয় তার। স্থানীয়রা যখন এই জীবটিকে খুঁজে পান তখন মৃত প্রাণীটির পচন ধরতে শুরু করেছে তাই দূগন্ধও বেরোচ্ছিল তার দেহ থেকে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী প্রাণীটির চারটি পা ও ছোট ছোট ডানা আছে। কিন্তু অনেক কটা হাড় বেরিয়ে আসায়, শরীরের অনেক অংশ না থাকায় সঠিকভাবে নিশ্চিত করা যাইনি প্রাণীটি কোন প্রজাতির।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles