নিউজ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট

এবার অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।

Advertisement
Advertisement

আপনি কি চাকরি খুঁজছেন? রাজ্য সরকারের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এবার অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগের আবেদন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

এবার জেনে নিন আবেদনের সমস্ত খুঁটিনাটি-

পদ-

প্রাথমিকভাবে অস্থায়ী পদে নিয়োগ করা হবে। পূর্ত, জলসেচ, জনস্বাস্থ্য কারিগরি এবং পঞ্চায়েত দফতরে সেই নিয়োগ হবে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা –

১) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রি।

২) বাংলায় লিখতে, পড়তে ও কথা বলা জানতে হবে। তবে যে প্রার্থীদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োজ্য হবে না।

৩) শুধুমাত্র জনস্বাস্থ্য কারিগরি এবং পঞ্চায়েত দফতরের জন্য এক বছরের স্নাতকোত্তর প্র্যাকটিকাল ট্রেনিং বা হাতেকলমে ইঞ্জিনিয়ারিংয়ের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়স-

২০২০ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় আছে। তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। ওবিসি প্রার্থীরা ৩৯ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বিশেষভাবে সক্ষম (৪০ শতাংশ বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা) প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা ৪৫ বছর।

বেতন-

মাসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে ১৪৪,৩০০ টাকা। এর সঙ্গে ডিএ, এমএ এবং এইচআরএ আছে।

আবেদন প্রক্রিয়া-

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (wbpsc.gov.in) গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে।

আবেদন ফি-

আবেদন করার জন্য লাগবে ২১০ টাকা। অনলাইনে ফি জমা দিলে এক শতাংশ সার্ভিস চার্জ ধার্য করা হবে। আর অফলাইন বা ব্যাঙ্কে ফি জমা দিলে ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আর তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত এবং বিশেষভাবে সক্ষম (৪০ শতাংশ বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা) প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়-

১) অনলাইনে আবেদনের শেষ তারিখ : ৩১ অগস্ট, ২০২০।

২) অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ : ৩১ অগস্ট, ২০২০

৩) অফলাইনে ফি জমা দেওয়ার জন্য চালান জেনারেটের শেষ তারিখ : ৩১ অগস্ট, ২০২০

৪) অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ : ১ সেপ্টেম্বর, ২০২০

Related Articles