নদীয়া সংবাদনিউজরাজ্য

মধ্যবিত্তের কপালে হাত, লক্ষীপুজোয় অগ্নিমূল্য বাজার! ফলের দাম কত? রইল তালিকা

রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, কল্যাণীর বাজার অনুযায়ী আজকের বাজার দর ছিল এইরকম-

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- লক্ষ্মী লাভের আশায়, দীর্ঘ লকডাউনে কর্মহীন পরিবার দিন গুনছিলেন অনেকদিন আগে থেকেই। অবশেষে লক্ষীদেবীকে সন্তুষ্ট করার সেই দিন।  ভক্তবৃন্দ মা লক্ষ্মীর পুজোর উপকরণ জোগাড় করতে হচ্ছে নাজেহাল। আজ সন্ধ্যে থেকে পূর্ণিমা লাগলেও থাকবে আগামীকাল পর্যন্ত।  তাই ফলের দাম শুনে বাজারের ব্যাগ নিয়ে অপেক্ষায় একদম শেষ লগ্নের জন্য।

বাজারে কেমন দাম ফলের, চলুন দেখে নেওয়া যাক-

রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর চাকদা কল্যাণীর বাজার অনুযায়ী আজকের বাজার দর ছিল এইরকম-
শসা ৫০ টাকা প্রতি কেজি
কাঁঠালি কলা ৪ টাকা প্রতি পিস
আপেল ১০০ টাকা কেজি
তরমুজ ৫০ টাকা কেজি
বেদনা ১৮০  টাকা কেজি
মৌসম্বি লেবু ১০ টাকা পিস
আঙ্গুর ২০০ টাকা কেজি
রাঙা  আলু ৮০ টাকা কেজি
শাকালু ৮০ টাকা কেজি
নারকেল ৫০ টাকা পিস
খেজুর ১০০ টাকা কেজি
পেয়ারা ৫০ টাকা কেজি
বাতাবি লেবু ১০ টাকা পিস
আখ ২০ টাকা পিস
পানিফল ৫০ টাকা কেজি
ন্যাশপাতি ২০০ টাকা কেজি, আনারস ৯০ টাকা পিস।

Related Articles