নিউজরাজ্য

লক্ষী সহায়, ৬০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি এক দুধ বিক্রেতা

সেই লটারিতে যে ১ কোটি টাকা পাবেন, তা কোনোদিনই ভাবতে পারেননি হাওড়ার শক্তি দাস।

Advertisement
Advertisement

রাতারাতি ফকির থেকে যেন কোটিপতি হয়ে গেলেন এক ব্যক্তি। তিনি প্রায়ই লটারি কাটতেন। আর মনে মনে ভাবতেন যে একদিন নিশ্চয়ই ভাগ্যের চাকা ঘুরবে। মা লক্ষী সহায় হবেন। তবে সেই লটারিতে যে ১ কোটি টাকা পাবেন, তা কোনোদিনই ভাবতে পারেননি হাওড়ার শক্তি দাস। পেশায় দুধ ব্যবসায়ী ডোমজুড়ের বাসিন্দা তিনি। সংসারের আর্থিক অবস্থা একেবারেই ভালো নেই। দুধ বিক্রি করে মাসে ৭০০০ টাকা আয় হয় তার।

এই অবস্থা থেকে মুক্তি পেতে লটারির টিকিট কাটার চিন্তাভাবনা শুরু করেছে। মাঝেমধ্যে কিছু-কিছু টাকা পেয়েছেন তিনি। সম্প্রতি তিনি ডিয়ার লটারির টিকিট কাটেন। আর তাতেই তিনি জিতলেন এক কোটি টাকার প্রথম পুরস্কার। আর লটারি জেতার পরই তিনি এখন রাতারাতি এলাকায় এবং কর্মক্ষেত্রে হিরো হয়ে উঠেছেন।

তিনি এই টাকা পেয়ে কি করবেন? তিনি বলেন যে লটারিতে পাওয়া টাকা আপাতত তিনি ব্যাংকে রাখবেন। তার ভাঙাচোরা বাড়ি তিনি সারাই করবেন। গত ১৯ সেপ্টেম্বর ৬০ টাকা দিয়ে ডিয়ার লটারির ১০টি টিকিট কেনেন তিনি। শনিবার রাত আটটায় লটারির ফল ঘোষণা হয়। টিকিট মেলাতে গিয়ে তার চক্ষু চড়কগাছ। তিনি যে এক কোটি টাকা জিতেছেন তা ভাবতেই পারছেন না শক্তিবাবু।

Related Articles