দেশনিউজ

বড় ঘোষণা, এই কাজটি না করলে আর মিলবে না রেশন!

এই সংযুক্তিকরণের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২০। অর্থাৎ আপনার হাতে আর মাত্র দুইদিন সময় রয়েছে।

Advertisement
Advertisement

কেন্দ্রের তরফ থেকে এক দেশ এক রেশন কার্ড যোজনা চালু করে দেওয়া হয়েছে। আর এই যোজনা চালু হবার ফলে যে কোনও ব্যক্তি দেশের যে কোনও জায়গায় থেকে PDS এর মাধ্যমে সস্তায় রেশন নিয়ে পারবেন ৷ আর এই সুবিধা পাবার জন্য আপনাকে রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। আর এই সংযুক্তিকরণের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২০। অর্থাৎ আপনার হাতে আর মাত্র দুইদিন সময় রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক না করালে কেবল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপনি পিডিএস থেকে রেশন নিতে পারবেন।

আধার কার্ডের সাথে রেশন কার্ড কিভাবে লিঙ্ক করবেন, জেনে নিন-

১) প্রথমে আধার লিঙ্কিং ওয়েবসাইটে গিয়ে স্টার্ট নাও-এ ক্লিক করুন ৷ এরপর আপনার ঠিকানার সঙ্গে যুক্ত ব্যুরো নম্বর দিন ৷

২) এরপর বেনিফিট টাইপে গিয়ে রেশন কার্ডের অপশন সিলেক্ট করুন ৷

৩) এরপর আপনার রেশন কার্ডের স্কিম সিলেক্ট করুন ৷

৪) এরপর ওটিপি ভেরিফিকেশন হবে। তারপর আপনার রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে ৷

অফলাইনে করতে হলে কিভাবে করতে হবে? জেনে নিন-

১) আপনার নিকটবর্তী পিডিএস সেন্টার বা দোকানে গিয়ে আপনার পরিবারের সমস্ত সদস্যের আধার কার্ডের কপি, পরিবারের প্রধানের পাসপোর্ট সাইজ ফটো, রেশন কার্ড জমা দিন।

২) ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে আপনাকে ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি নিয়ে যেতে হবে ৷

৩) সমস্ত তথ্য ছবি-সহ পিডিএস সেন্টারে জমা দিতে হবে ৷ আর আপনার সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে ৷

৪) আর আপনার আধার ও রেশন কার্ড লিঙ্ক হয়ে গেলেও আপনার মোবাইল নম্বরে আরেকটি মেসেজ চলে আসবে ৷

Related Articles