ফের বিনামূল্যে রেশনের ঘোষণা, আবারও দেশজুড়ে লকডাউনের ভাবনায় মোদী সরকার?

করোনা পরিস্থিতিতে জেরবার দেশ, লকডাউনের পথে হাঁটছে বিভিন্ন রাজ্য, আর এরই মাঝে বড়সড় ঘোষণা কেন্দ্র সরকারের। কেন্দ্র তরফে ঘোষণা করা হল আবারো দেশবাসীকে বিনা মূল্যে রেশন দেওয়া হবে। আগামী মে ও জুন দুমাস যাবৎ প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে পাবেন মাথাপিছু ৫ কেজি করে চাল।
প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার আওতায় করোনা পরিস্থিতিতে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে মোট ২৬ হাজার কোটি টাকা খরচ হবে কেন্দ্রের।
করোনা পরিস্থিতি ভয়াবহ, বিভিন্ন রাজ্যে এরই মধ্যে হয়ে গেছে লকডাউন, আর এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন দিন আনি দিন খাওয়া মানুষ। আর সেই কারণেই তাদের কথা ভেবে এই প্রকল্পটি শুরু করা হলো।
গতবছর করোনাকালে মার্চ থেকেই গরিব কল্যাণ প্যাকেজ নিয়ে এসেছিল সরকার, তবে ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে আশায় নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় প্যাকেজটি। এই প্যাকেজে ৮১ কোটি মানুষকে পাঁচ কেজি করে চাল ও গম সরবরাহ করা হয়েছিলো। করোনার দ্বিতীয় ঢেউয়ের তোর আবারো তছনছ করতে শুরু করেছে মানব জীবন, আর সেই কারণেই দীন দরিদ্র মানুষের জন্য আবার নতুন করে এই প্রকল্পটি নিয়ে আসলো কেন্দ্র। প্রসঙ্গত, গতবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য।