দেশনিউজ

পুজোর সময় আরও ১৯৬ টি স্পেশ্যাল ট্রেন চালু ভারতীয় রেলের, কবে থেকে চলবে এই ট্রেন? জানুন

উৎসবের মুহূর্তে সারা দেশজুড়ে ১৯৬ টি স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে।

Advertisement
Advertisement

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু উৎসব। তবে এইবছর করোনার জন্য সমস্ত কিছুই ফিকে হয়েছে। ট্রেন পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে ভারতীয় রেলের পক্ষ থেকে বেশ কিছু স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। আর এবার খুব শীঘ্রই আসছে ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন। উৎসবের মুহূর্তে সারা দেশজুড়ে ১৯৬ টি স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে।

২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই স্পেশ্যাল ট্রেনগুলি চলবে। এই ট্রেনে বেশি থাকবে এসি থ্রি টায়ার কোচ। ট্রেনগুলি সুপার ফাস্ট ট্রেন হবে। ট্রেনগুলির গতিবেগ নূন্যতম প্রতি ঘন্টায় ৫৫ কিমি বেগে থাকবে। এই ট্রেনগুলির ভাড়া স্পেশ্যাল ট্রেনের মতই হবে। আর অনলাইনে টিকিট কাটা যাবে।

এই ট্রেনগুলি চলবে শিয়ালদহ থেকে এনজিপি, এছাড়া হাওড়া-পুরীতেও চলবে এই ট্রেনগুলি। উৎসবের মরসুমে এই ট্রেনগুলি চালুর পরে মানুষের খুব সুবিধা হবে। পুজোর সময় অনেকেই ঘুরতে পছন্দ করেন। তাদের জন্য করোনা আবহেও ঘুরতে যেতে সুবিধা হবে। তবে এই ট্রেনগুলিতে করোনা বিধি বিশেষ করে মেনে চলতে হবে। স্পেশ্যাল ট্রেনের সমস্ত করোনা বিধি মানতে হবে যাত্রীদের।

Related Articles