আন্তর্জাতিকনিউজ

সূরা প্রেমীদের জন্য দুঃসংবাদ দিলেন রাশিয়ান বিশেষজ্ঞরা, অবশ্যই জানা দরকার

Advertisement
Advertisement

প্যানডেমিক, লকডাউন, নিউ নরম্যাল কাটিয়ে এবার পালা টিকাকরণের। ইতিমধ্যেই ব্রিটেন, কানাডা প্রভৃতি বিভিন্ন দেশে করোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। গত মঙ্গলবার থেকে টিকা দেওয়া হচ্ছে ব্রিটেনে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ভারতেও প্রথম পর্বের টিকাকরণ শুরু হবে।

তবে টিকাকরণের পর্ব খুব সহজ হবে না, মেনে চলতে হবে একাধিক সতর্কতা। মানছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরমধ্যে সাম্প্রতিকতম সতর্কবার্তা হল, টিকা নেওয়ার পর অন্তত বেশ কিছুদিন মদ্যপান করা চলবে না। বিভিন্ন টিকার ক্ষেত্রে সময়টা বিভিন্ন হলেও আন্দাজ করা যাচ্ছে সময়টা গড়ে মোটামুটি ২ মাস।

কিন্তু প্রশ্ন হল টিকা নেওয়ার পর মদ্যপান ক্ষতিকর কেন? রাশিয়ার কনজিউমার সেফটি পর্যবেক্ষক সংস্থার প্রধান অ্যানা পোপোভা জানিয়েছেন, অ্যালকোহল শরীরে বাড়তি চাপ তৈরি করে। দেহের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।

ভারতীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাক্তারদের মতে, অ্যালকোহোল দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ব্যাহত করে। স্বাস্থ্যকর দেহ এবং দৃঢ় অনাক্রম্যতা চাইলে, টিকা নেওয়ার পরে অন্তত দু মাস অ্যালকোহল সেবন এড়াতে হবে।

Related Articles