আন্তর্জাতিকনিউজ

একসাথে এগিয়ে আসছে দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘লরা’ আর ‘মার্কো’, দুটিরই গতিবেগ হারিকেন সমান

এই দুটি ঝড়েরই গতি থাকবে হ্যারিকেনের সমান। ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
Advertisement

একসাথে দুটি ভয়ানক ঘূর্ণিঝড়ের তান্ডব আছড়ে পড়তে চলেছে। একটি ঘূর্ণিঝড়ের নাম হল মার্কো, যা কিনা ক্যাটাগরি ওয়ান হারিকেন। আর একটি হল লরা, যা কিনা ট্রপিক্যাল ঘূর্ণিঝড়। আর এই দুটি ঝড়ই একসাথে এগিয়ে আসছে লুসিয়ানার দিকে। মার্কোর আছড়ে পড়ার সম্ভাবনা সোমবার। আর লরা তার ৪৮ ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে।

এই দুটি ঝড়েরই গতি থাকবে হ্যারিকেনের সমান। ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বিকেলে গালফ অফ মেক্সিকোয় তৈরি হয়েছে মার্কো ঘূর্ণিঝড়। আর লরা মঙ্গলবার হারিকেন গতিতে এগিয়ে আসবে। রবিবার এই ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরের উপর অবস্থান করতে দেখা গিয়েছে।

মার্কোর গতিবেগ থাকবে মারাত্মক। যদিও লরা খুব বেশি ভয়ঙ্কর চেহারা নেবে না বলেই অনুমান করা হচ্ছে। কিন্তু মার্কোর গতি অনেকটাই বেশিহবে। ফলে প্রাণঘাতী হতে পারে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে এই দুই ঝড়ের হাত থেকে রেহাই পাবার জন্য তৎপর হয়েছে প্রশাসন। সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় মানুষদের নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

Related Articles