দেশনিউজ

রেল ট্র্যাকের ধারে ঝুপড়ির শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল, জানলে গর্বিত হবেন

Advertisement
Advertisement

Indian Railway: কোনো স্টেশনের পাশ থেকে যেতে গেলে অবশ্যই লক্ষ্য করেছেন রেললাইনের ধারে তাবু খাটিয়ে বাস করে বেশ কিছু পরিবার। তাদের মধ্যে আবার শিশুরাও আছে। দুবেলার অন্ন সংস্থান তাদের ঠিকমতো হয় না। মাথার উপর স্থায়ী ছাদ টুকুও নেই। তাদের মধ্যে যে শিক্ষার আলো আসবে না এটাই স্বাভাবিক। ফলে অশিক্ষার আঁধারে ডুবে যাওয়া রেলওয়ের পার্শ্ববর্তী বস্তি অঞ্চলে বসবাস করা ছোট ছোট শিশুরা অল্প বয়সেই নানা কুকর্মে লিপ্ত হয়। মাদকদ্রব্য ব্যবহার করতে শেখে।

Indian Railways

তাদের জন্যই এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে উত্তর-মধ্য রেলওয়ে (NCR)। এই ব্যবস্থা চালু হতে চলেছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) পরিচালিত রাজ্য উত্তর প্রদেশ (Uttar Pradesh) থেকে। NCR ভারত রেল বিদ্যা ফেলোশিপ প্রকল্পের অধীনে শিশুদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর প্রদেশের NCR-এর প্রয়াগরাজ ডিভিশনে (Prayagraj Division) রেললাইনের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করা অসহায় শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভারত স্কাউটস এবং গাইড অ্যান্ড ড্রিমস ওয়েভার অ্যাসোসিয়েশন (RDWA) এই বিষয়ে একটি MOU চুক্তি স্বাক্ষর করেছে। জানা গেছে প্রথম পাঁচটি শহরকে কেন্দ্র করে এই ব্যবস্থা চালু করা হবে। এই পাঁচটি শহর হল প্রয়াগরাজ, মির্জাপুর, কানপুর, তুন্ডলা (আগ্রা) এবং আলিগড়। অতি শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Indian Railways

জানা গেছে প্রথমে এই পাঁচটি অঞ্চলের রেলওয়ে ধারে কতগুলি পরিবার থাকে সে বিষয়ে একটি পরিসংখ্যান তৈরি করা হবে। এই পরিসংখ্যান তৈরি করার দায়িত্বে যৌথভাবে রয়েছে ভারত স্কাউটস এবং RDWA। সেই পরিবারের সদস্য সংখ্যা থেকে শুরু করে তাদের মাসিক আয় এবং শিশু সংখ্যা সমস্ত কিছুর তথ্য নিবন্ধীকরণ করা হবে। এরপর সেই শিশুদের শিক্ষা পরিবারের কারোর কর্মসংস্থানের চেষ্টা বা কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি করা হবে NCR এর তরফ থেকে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles