দেশনিউজ

সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ, পাকিস্তানকে শক্ত হাতে জবাব দিল ভারতীয় সেনা

Advertisement
Advertisement

পায়েল গাঙ্গুলি: ফের শত্রু মনস্ক মনোভাব পাকিস্তানের। দুর্বল করার চেষ্টা ভারতকে। ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। এরই মাঝে শুক্রবার সকাল থেকেই ভারতের সীমানা লক্ষ্য করে অহেতুক গুলিবর্ষণ পাকসেনাদের। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এই মনোভাব সহ্য করতে নারাজ ভারত। ঘুরে দাঁড়িয়ে জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

সূত্রের খবর,ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে। এমনকি ভারতের শক্তি খর্ব করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

এর আগে,১৭ জুলাই পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। এরপর ২৩ জুলাই পুঞ্চ জেলার কাসবা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। ২৭ জুলাইও পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান সেনা। পাল্টা জবাব দিতে পারেনি ভারত। কিন্তু আজ শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে মর্টার শেল ছোড়ে তারা। কড়ায়-গণ্ডায় যোগ্য জবাব দিয়েছ ভারতীয় সেনারাও।

উল্লেখ্য, এক রিপোর্টে দেখা যাচ্ছে, বিনাপ্ররোচনায় ২০১৯-এর ৫ অগস্ট থেকে দিনে গড়ে ১০ বার করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। ২০১৯-এ পাক গোলাবর্ষণ হয়েছে ২,৫০০ বার। অন্যদিকে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ভারতীয় সেনা সূত্রে খবর নিয়ন্ত্রণরেখায় ২,০২৭ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক বাহিনী। এই একই সময়ে এখনও পর্যন্ত ৯৮ পাকজঙ্গিকে নিকেশ করা হয়েছে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles