আন্তর্জাতিকনিউজ

২০১১ সালের পর এই প্রথম মহাকাশে নতুন ইতিহাস গড়লো Space-X

Advertisement
Advertisement

এই প্রথম বেসরকারি মহাকাশযান Space-X দুই নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে পাড়ি দিয়ে ইতিহাস গড়লো মহাকাশে। দুই মার্কিন নভশ্চর, যথা- রবার্ট বেনকেন এবং ডগলাস হার্লেক। ২০১১ সালের পর এই প্রথম মহাকাশে মানুষ নিয়ে যাওয়ার মতো কাজ করা হলো। Space-X এর ফ্যালকন ৯ রকেটটি উড়ে গিয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে।

ইস্টার্ন টাইম অনুযায়ী গতকাল ৩টে ২২ মিনিট নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের দিকে রওনা দিল রকেটটি। Space-X এর সাথে কাজ করেছে নাসা’ও। নাসা এবং Space-X এর যৌথ উদ্যোগেই এই মহাকাশযাত্রা সফল হলো। এই পুরো মিশনের লাইভ সম্প্রচার দেখা যাচ্ছে NASA এবং Space-X এর সাইট। রওনা থেকে শুরু করে পৃথিবীতে আবার ফিরে আসা, এই পুরো পথটাই লাইভে দেখা যাবে বলে জানা গিয়েছে।

মহাকাশ পর্যটনকে জনপ্রিয় করতেই এবং ভবিষ্যতে যাতে আরো মানুষ মহাকাশে তার জন্যই এই উদ্যোগ নিয়েছে Space-X। জানা গিয়েছে, Space-X এর ভেতরটা সাজানো হয়েছে ড্রইংরুমের মত। NASA এর ডিরেক্টর জিম ব্রিডেন্সটাইন জানিয়েছেন, “দেশের জন্য এটা ভীষনই গর্বের একটা মুহূর্ত। এই প্রথমবার কোনো বেসরকারি সংস্থা এমন উদ্যোগ নিয়েছে। জানা গিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেতে Space-X এর ফ্যালকন ৯ রকেটটির সময় লাগবে ১৯ ঘন্টা। সেখানে তারা ২১০ দিন কাটাবেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles