দেশনিউজ

ভারতে আবিষ্কার করোনার প্রথম প্রতিষেধক! কবে আসবে বাজারে, জানালো স্বাস্থ্যমন্ত্রক

Advertisement
Advertisement

১৫ ই আগষ্ট ভারত স্বাধীন ভারত রূপে আত্মপ্রকাশ করেছে। এবছর দেশে যা করোনা পরিস্থিতি তাতে নাজেহাল দেশের মানুষ। করোনা থেকে বাঁচতে ঘরবন্দী থেকে শুরু করে সকলের থেকে দূরে দূরে থেকে একপ্রকার অতিষ্ট দেশবাসী। দেশের প্রতিটি মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তির দিন গুনছে। এবছর ১৫ ই আগস্ট ফের দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাবে, পাবে করোনা থেকে মুক্তি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ভারতের প্রথম করোনা প্রতিষেধক ‘covaxin’ লঞ্চ করতে চলেছে। এই বিষয়ে ICMR এর কাছ থেকে আগেই মিলেছে অনুমোদন।

স্বাস্থ্য গবেষণা সংস্থা ICMR এর তরফে জানানো হয়েছে, করোনার এই প্রতিষেধক এর ক্লিনিক্যাল ট্রায়াল এর জন্য দেশের প্রায় ১২ টির মতো স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে এই ভ্যাকসিনের প্রয়োগ মানবদেহে করতে। জানা গিয়েছে, আগামী ৭ ই জুলাই থেকে এই কাজ শুরু হবে। পুনের ন্যাশনল ইনস্টিটিউট অফ ভায়োলজিতে SARS-CoV-2 ভাইরাস নিয়ে দীর্ঘদিন কাজ করে এই ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে চিঠি লিখে এমনটাই জানিয়েছে ICMR।এছাড়া ICMR এবং BBI এই ভ্যাকসিনের উন্নতিকরণে যৌথভাবে কাজ করছে।

আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সকালের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ব্যাপক পরিমাণে মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এবার আক্রান্তের সংখ্যা ২০ হাজার এর গণ্ডি টপকেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২০,৯০৩ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজার ৬৪৪ জন। মৃত প্রায় ১৮,০০০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লক্ষ ৭৯ হাজার ৮৯২ জন। অর্থাৎ সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ পেরিয়েছে।

করোনা সংক্রমণের প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। দুদিন আগেই বিশ্বে করোনায় মৃত্যুর নিরিখে প্রথম দশটি দেশগুলোর মধ্যে ভারত অষ্টম স্থানে চলে গেছে। এছাড়া অনেকদিন ধরেই আক্রান্তের সংখ্যার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ভারত। কিন্তু যেভাবে ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে খুব শীঘ্রই রাশিয়াকে টপকে ভারত তৃতীয় স্থানে চলে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles