খেলাদেশনিউজ

বলিউডের পর ক্রিকেট! স্বজনপোষনের উদাহরনে শচীন, গাভাস্কারকে টানলেন প্রাক্তন ক্রিকেটার

Advertisement
Advertisement

নেপোটিজম কথাটার সাথে এখন সবাই পরিচিত। সুশান্তের আত্মহত্যার পর এই শব্দটা নিয়ে তোলপাড় গোটাদেশ। নেপোটিজম যার বাংলা মানে হলো স্বজনপোষণ। একের পর এক স্বজনপোষনের অভিযোগে বিধ্বস্ত বলিউড। তারকার সন্তান তারকা হবে, এটা বহুদিন থেকে চলে আসছে অভিনয় জগতে। সেখানে বলিউডের বাইরে থেকে যদি কেউ আসে, যদি সে প্রতিভাবানও হও তার সুযোগ পাওয়া খুব মসকিল হয়ে পড়ে। তাহলে কি শুধুমাত্র বলিউডেই নেপোটিজম হয়? না একদম নয়। প্রত্যেকটি গ্ল্যামার ইনডাস্ট্রি তে নেপোটিজম আছে। ক্রিকেটে তার মধ্যে অন্যতম।

জাতীয় দলে মাত্র দশটি টেস্ট ম্যাচ খেলা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া এবার মুখ খুললেন ক্রিকেটের নেপোটিজম নিয়ে। এই নেপোটিজম নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুললেন আকাশ চোপড়া। তিনি বলেন, ভারতীয় ক্রিকেটে কোনোরকম নেপোটিজম নেই। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টেনে আনেন সচীন তেন্ডুলকর ও সুনীল গাভাসকারের উদাহরণ। আকাশ চোপড়া তার ভিডিওতে বলেন, গাভাস্কার নিজের ছেলেকে কখনো মুম্বই থেকে খেলতে দেননি। তেন্ডুলকর যদি তার প্রভাব খাটাতো তাহলে তার পূত্র অর্জুন তেন্ডুলকর এতদিনে অন্তত একটা আইপিএল দলে খেলত। ক্রিকেটে যদি সত্যিই নেপোটিজম থাকে তাহলে সতীন তেন্ডুলকর, সুনীল গাভাস্কারের সন্তানরা ভারতীয় দলে থাকত।

প্রসঙ্গত, ২০০৪ সালে ভারতীয় দলে সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কারের ছেলের অভিষেক হয়। দেশের হয়ে মাত্র ১১টি ওয়ানডে খেলেছেন রোহন। এদিকে, সচিনের মতো তার ছেলে অর্জুন ব্যাটসম্যান নন, অর্জুন একজন পেসার। অর্জুন সচিনের ছেলে হয়েও নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে মুম্বইয়ের রনজি দলে জায়গা করার জন্য নিয়মিত লড়ে চলেছেন। সুশান্তের মৃত্যুর পর শুধু বলিউড নয়, প্রত্যেকটি ক্ষেত্রে নেপোটিজম এর অভিযোগ ওঠছে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles