দেশনিউজ

দেশে করোনায় মহামারী! কিভাবে রোজা রাখবে মুসলিমরা? উদ্বেগে বলিউড প্রযোজক

Advertisement
Advertisement

দেবপ্রিয়া সরকার : সারা বিশ্বজুড়ে চলছে করোনার তাণ্ডব। সারা পৃথিবীতে এটি মহামারির আকার ধারণ করেছে। গবেষকদের মতে এভাবে চলতে থাকলে পৃথিবী একদিন জনমানবহীন হয়ে পড়বে। বিশ্বজুড়ে এখন শুধু শোকের ছায়া। চারিদিকে চলছে মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সমস্ত ধার্মিক অনুষ্ঠানগুলিও। সামনেই আসছে মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ। এই উৎসবে মুসলিম সম্প্রদায়ের মানুষ রোজা রাখেন। এই অনুষ্ঠান চলে এক মাস ধরে। কিন্তু দেশের এমন দুর্যোগের দিনে কি এক মাস ধরে রোজা রাখা সম্ভব হবে? এ নিয়ে দুশ্চিন্তায় সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই বিষয়টি নিয়ে বলিউড প্রযোজক তনুজ গার্গ মুসলিম সম্প্রদায়ের লোকদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

তনুজ গার্গ নিজের টুইটার অ্যাকাউন্টে এই নিয়ে টুইট করতেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। টুইটে প্রযোজক তনুজ গার্গ লিখেছেন, “যাঁরা এই রমজানে রোজা রাখবেন তাঁদের জন্য আমি অত্যন্ত উদ্বিগ্ন। কারণ রোজা বা দিনের পর দিন উপোস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। চট করে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে।” এই টুইট কে ঘিরে মন্তব্য করেছেন নেটিজেনরা। আগামী ২৩ শে এপ্রিল থেকে শুরু রমজান মাস। প্রতিবছর সারা দেশব্যপী এই উৎসব জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়। কিন্তু এবছর এই অনুষ্ঠান পালন করা হবে কি না, বা পালন করা হলো কিভাবে পালন করা হবে তা নিয়ে রয়েছে যথেষ্ট অবকাশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯১৫২ জন। গত ২৪ ঘন্টায় ৩৫ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৮।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles