নিউজরাজ্য

খুব কষ্টে আছে সুন্দরবনের মানুষ, পাশে দাঁড়ালো নদিয়ার পায়রাডাঙ্গা বৈকল্পিক

Advertisement
Advertisement

নদীয়া:-শান্তিপুর পরিবেশভাবনামঞ্চ ও পায়রাডাঙ্গা বৈকল্পিক-এর যৌথ উদ্যোগে সুন্দরবন অঞ্চলে আমপানে বিদ্ধস্ত মানুষের মধ্যে ত্রাণবন্টন করা হচ্ছে। জেলা ত্রাণ সমন্বয় যুক্ত মঞ্চের সহযাত্রী হিসেবে নদীয়ার সাত আটটি শহর থেকে একযোগে ত্রাণের গাড়ী আজ রাত আটটায় রানাঘাট মানবিক দপ্তর থেকে রওনা হবে ৷ জেলা সমন্বয়ের দায়িত্বে আছেন ডাক্তার যতন রায় চৌধুরী মহাশয় ৷ ৪০০টির ও বেশি পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্পে এরা এগোচ্ছে। শান্তিপুরের পরিবেশ ভাবনা মঞ্চর অন্তর্ভুক্ত সব স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যোগে হাত মিলিয়েছে।

আজ শান্তিপুর থেকে ট্রাকভর্তি করে বিভিন্ন রকমের শুকনো খাবার ,মাস্ক ,স্যানিটাইজার মোমবাতি ,দেশলাই, ওআরএস, প্রাথমিক অসুস্থতার ওষুধ , জামাকাপড় নিয়ে রওনা হবেন সুন্দরবনের উদ্দেশ্যে, জানান পরিবেশ ভাবনা মঞ্চের সভাপতি সুব্রত বিশ্বাস। সাংবাদিকদের এক প্রশ্নে উদ্যোক্তারা জানান নদিয়া মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় আমফানের ক্ষয়ক্ষতি হলেও, সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্ত সুন্দরবনের অবস্থা খুব খারাপ।

সেখানে এমনিতেই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের বাস, তার উপরে লকডাউনে গৃহবন্দী প্রান্তিক মানুষদের বেশিরভাগ টালি টিন দিয়ে তৈরি ঘরের ছাউনি পড়ে গেছে। তাই এ সময়ে ওদের পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি। শুধু এই সহযোগিতা নয়, ওখানে প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন সংগঠনের পক্ষ থেকে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles