লাইফস্টাইল

মাত্র সাত দিনেই কালো দাঁত হবে ঝকঝকে সাদা, দেখে নিন ভিডিও সহ ঘরোয়া টিপস

ই দাঁতের সুন্দর গঠন হাসিকে আরও সুন্দর করে তোলে। আর এই দাঁতে যদি হলুদ বা কালো দাগ থাকে, তাহলে হাসলে আপনাকে সবার সামনে সমস্যার মধ্যে পড়তে হবে।

Advertisement
Advertisement

একজন মানুষের মুখে সুন্দর হাসি থাকলে স্বাভাবিকভাবেই তাঁর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে যায়। যার মুখে সবসময় হাসি লেগে থাকে সে নিশ্চয়ই খুব আনন্দে রয়েছেন। আমরা এটাই বুঝি। তবে সব হাসি কিন্তু আনন্দের নয়, কিছু হাসি আবেগে বা দুঃখের সময় হয়। এই হাসির সাথে আরেকটি জিনিসের গভীর সম্পর্ক রয়েছে, সেটি হল- দাঁত। এই দাঁতের সুন্দর গঠন হাসিকে আরও সুন্দর করে তোলে। আর এই দাঁতে যদি হলুদ বা কালো দাগ থাকে, তাহলে হাসলে আপনাকে সবার সামনে সমস্যার মধ্যে পড়তে হবে।

চা ,কফি বা ধূমপানজনিত কারণে আমাদের দাঁতে হলুদ রঙের আস্তরণ পড়ে। যার জন্য অনেকেই প্রানখুলে হাসতে পারি না। তবে এই সব সমস্যারও সমাধান রয়েছে। আর এই সমাধান হবে মাত্র কয়েক মিনিটে। শুনতে অবাক লাগলেও এটা হবে। আর তার জন্য আপনাকে কিছু ঘরোয়া টিপস মেনে চলতে হবে।

তাহলে জেনে নিন, কিছু ঘরোয়া উপায়-

এক চামচ বেকিং সোডা আর তাতে লেবু ও জল নিয়ে তৈরি করে নিন একটা মিশ্রণ। এই মিশ্রণ ততক্ষণ পর্যন্ত ভালো করে মেশান, যতক্ষণ না তা পেস্টের মত হচ্ছে। এরপর ব্রাশে সেই বেকিং সোডা ও লেমনের পেস্ট লাগিয়ে দাঁত মাজুন অন্তত পক্ষে এক থেকে দু মিনিট। তারপর কুলকুচি করে নিন। এটা করলে আপনার দাঁতে কোনো রকম খারাপ প্রভাব পড়বে না, আপনার দাঁত হবে ঝকঝকে সাদা ও সুন্দর।

Related Articles