অর্থনীতি

মোদী সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল RBI, রাজকোষ থেকে দেওয়া হচ্ছে ৫৭ হাজার কোটি টাকা

২০১৯-২০ অর্থবর্ষে ডিভিডেন্ড হিসেবে কেন্দ্রকে ৫৭ হাজার কোটি টাকা দেবে রিজার্ভ ব্যাংক। এছাড়া এর আগে ২০১৮-১৯ অর্থবর্ষে আঠাশ হাজার কোটি টাকা

Advertisement
Advertisement

করোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে দেশজুড়ে লকডাউন চলেছে তার জেরে সরকারি কোষাগারে পড়েছে টান। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারকে সাহায্য করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ৫৭ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। আজ, শুক্রবার গভর্নর শক্তিকান্ত দাশের নেতৃত্বে হওয়া বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

করোনা পরিস্থিতির মধ্যেই আমফান, নিসর্গের মতো ঝড় যা ক্ষতি করেছে তা মোকাবিলা করতে কেন্দ্র সরকার বড় আর্থিক ধাক্কা খেয়েছে। তারপর করোনা মোকাবিলা করার জন্য চিকিৎসাক্ষেত্রে বিরাট অঙ্কের টাকা কেন্দ্র সরকারের আয় ভান্ডার থেকে বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল রিজার্ভ ব্যাংক। ২০১৯-২০ অর্থবর্ষে ডিভিডেন্ড হিসেবে কেন্দ্রকে ৫৭ হাজার কোটি টাকা দেবে রিজার্ভ ব্যাংক। এছাড়া এর আগে ২০১৮-১৯ অর্থবর্ষে আঠাশ হাজার কোটি টাকা এবং তার আগে দশ হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংকের তরফে কেন্দ্রকে দেওয়া হয়েছিল।

আরবিআই তার লাভের কিছু অংশ সরকারকে দিয়ে থাকে। রিজার্ভ ব্যাংকের কাছে প্রায় ৯ লাখ ৬০ হাজার কোটি টাকা চারটি অ্যাকাউন্টে জমা রয়েছে,২০১৭-২০১৮ অর্থবর্ষের তথ্য থেকে এমনটাই জানা গিয়েছে। এছাড়া রিজার্ভ ব্যাংকের কাছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার মুদ্রা ও গোল্ড জমা রয়েছে।

গত বছর আগস্ট মাসে নিজের জমা টাকা থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা কেন্দ্র সরকারকে দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছিল রিজার্ভ ব্যাংক। তা নিয়ে কম সমালোচনা হয়নি। বর্তমানে করোনা পরিস্থিতিতে সরকার যে আর্থিক ধাক্কা খেয়েছে করোনা যাবার পরেও কতদিন স্বাভাবিক হবে সেই নিয়েও সন্দেহ রয়েছে। তার মধ্যে কেন্দ্রকে আর্থিক সাহায্য করে কিছুটা স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক।

Related Articles