অর্থনীতি

Privatization of banks: মোদী সরকার বেসরকারি সংস্থার হাতে তুলে দেবে এই তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক!

কোন কোন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ ঘটবে? জানুন

Advertisement
Advertisement

ভারতের ব্যাংকের বেসরকারিকরণ নতুন কিছু বিষয় নয়। তবে মোদী সরকার গদিতে বসার পর ব্যাংকের বেসরকারিকরণ আরো দ্রুত গতিতে বেড়েছে। সেই লক্ষ্যে মোদী সরকার ভারতের আরো তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিন্ধান্ত নিয়েছে। প্রাথমিক ভাবে কোন তিনটি ব্যাংককে বেসরকারিকরণ ((Privatization of banks)) কথা ভাবছে কেন্দ্র? জেনে নিন।

নীতি আয়োগ, অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক মিলিত ভাবে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটির সিন্ধান্তের উপর ভিত্তি করে আপাততভাবে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণ ((Privatization of banks)) করার কথা ভাবছে কেন্দ্র। অবশ্য কোন তিনটি ব্যাংককে বেসরকারিকরণ করা হবে তা এখনো ঠিক করা হয়নি।

প্রাথমিক ভাবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক-এই তিনটি ব্যাঙ্ককে বেসরকারিকরণ ((Privatization of banks)) করার প্রস্তাব উঠেছিল। বর্তমানে এই তিনটি ব্যাঙ্ক আগের থেকে ভালো মুনাফা করছে। ২০২৩-২৪ আর্থিক বর্ষে ৩৪,০০০ কোটি টাকা লাভ করেছে এই তিনটি ব্যাঙ্ক। তাই মুনাফার কথা ভেবে এই ব্যাঙ্কগুলিকে আরো একটু সময় দিচ্ছে উচ্চপর্যায়ের কমিটি।

গত বছরের আর্থিক বর্ষে অর্থাৎ ২০২২-২৩ সালের প্রথম তিন মাসে উপরিউক্ত তিনটি ব্যাঙ্ক ১৫,০০০ কোটি টাকার মুনাফা অর্জন করেছে। এদিকে কমেছে অনুৎপাদী সম্পদের পরিমাণ। এর ফলে আগামী দিনে ব্যাঙ্কগুলির দর ভালো পাওয়া যাবে বলে মনে করছে অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আগামী ৬ মাস পর কোন কোন ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণ ((Privatization of banks)) করা হবে তা চূড়ান্ত করা হবে।

Related Articles