অর্থনীতি

জগদ্ধাত্রী পুজোতে লটারী! সম্পূর্ণ DA মিটিয়ে দেওয়া হবে এইসব সরকারি কর্মীদের

Advertisement
Advertisement

Dearness Allowance: সরকারের পক্ষ থেকে পুরসভার কর্মীদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন এক খুশির খবর। জানা গেছে অতি শীঘ্রই তাদের বকেয়া পড়ে থাকা সম্পূর্ন মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স (DA) এর সম্পূর্ণ টাকাটিই মিটিয়ে দেয়া হবে। ইতিমধ্যেই এই মহার্ঘ ভাতা (Dearness Allowance) মিটিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দিল্লি পুরনিগম (Delhi Corporation)- এর এক আধিকারিক জানিয়েছেন পুরনিগমের অনুমোদনের পরেই কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দেওয়া হবে এবং এক আধিকারিকের কথায় ১ এপ্রিল থেকেই সমস্ত পুরনিগম কর্মচারীদের সেই DA-র টাকা দিয়ে দেওয়া হবে।

Dearness Allowance

অদক্ষ কর্মচারীদের মজুরি (Allowance of uneligible employees)

শুধু DA মিটিয়ে দেওয়াই নয়, সূত্র মারফত জানা গেছে কর্মচারীদের ন্যূনতম মজুরি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুরনিগম কর্তৃপক্ষ (Delhi Corporation Department)। পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন অদক্ষ কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৬৭৯২ টাকা থেকে বাড়িয়ে ১৭২৩৪ টাকা করা হবে। অর্থাৎ অদক্ষ কর্মচারীদের ন্যূনতম মজুরি বাড়ানো হচ্ছে ৪৪২ টাকা।

শুধু তাদেরই নয়, তাদের পাশাপাশি দক্ষ এবং আংশিক দক্ষ কর্মচারীদেরও ন্যূনতম মজুরি বাড়তে চলেছে বলেই জানা গেছে বিশেষ সূত্র মারফত।

দক্ষ কর্মচারীদের মজুরি (Allowance of eligible employees)

আগে আংশিক দক্ষ কর্মচারীদের ন্যূনতম মজুরি ছিল ১৮৪৯৯ টাকা। বর্তমানে সেই পরিমাণটি বাড়িয়ে তাদের বেতন করা হবে ১৮৯৯৩ টাকা। আর দক্ষ কর্মচারীরা আগে পেতেন ন্যূনতম ২০৩৭৫ টাকা।

বর্তমানে বর্ধিত পরিমাণে সেটি হচ্ছে ২০৯০৩ টাকা। নতুন এই বেতন কাঠামোতে দিল্লি পুরনিগমের ক্লার্ক (Clerks) ও সুপারভাইজর (Supervisor) কর্মীদেরও ন্যূনতম মজুরি বাড়ানো হচ্ছে বলেই জানা গেছে।

Dearness Allowance

মাধ্যমিক পাস না করা কর্মচারীদের মজুরি (Allowance of Madhyamik passed employees)

মাধ্যমিক পাস (Madhyamik Pass) না করা কর্মচারীদের ন্যূনতম মজুরি হবে ১৮৯৯৩ টাকা। সেই সব কর্মীরা ডিএ (DA) পাবেন ৪৯৪ টাকা।

মাধ্যমিক উত্তীর্ণ অথচ স্নাতক নয় এমন কর্মীদের ন্যূনতম মজুরি হবে ২০৯০২ টাকা করা হবে। স্নাতক কর্মচারীদের (B.A pass employee) ক্ষেত্রে নূন্যতম এই টাকার পরিমাণ হবে ২২৭৪৪ টাকা। তাঁদের ডিএ-র পরিমাণ হবে যথাক্রমে ৫৪৬ টাকা এবং ৫৯৮ টাকা।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles