অর্থনীতি

Biometric Data For LPG: এবার থেকে গ্যাসের সিলিন্ডার নিতে লাগবে ছবি, আঙুলের ছাপ! বড়ো সিদ্ধান্ত নিল সরকার

Advertisement
Advertisement

Biometric Data For LPG: বায়োমেট্রিক ভেরিফিকেশন এবার গ্যাস সিলিন্ডারেও! হ্যাঁ, ঠিকই শুনলেন। এবার ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডার (Domestic LPG Gas Cylinder) গ্রাহকদের বায়োমেট্রিক ডেটা যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকারের (Union Government) এই নির্দেশে হতভম্ভ ডিস্ট্রিবিউটর ও গ্রাহক দুই পক্ষই। কোথাও ক্ষোভের আঁচ পাওয়া গেছে, তো কোথাও ছেয়ে রয়েছে বিভ্রান্তির মেঘ। কেউ প্রশ্ন তুলছেন এই সিদ্ধান্তের যৌক্তিকতাতেও। চলুন এই বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক।

Biometric Data For LPG

কাদের বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক হয়ে গেছে? (Biometric Data For LPG?)

জানিয়ে রাখি, বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে ভর্তুকিযোগ্য গ্যাস সিলিন্ডার গ্রাহকদের। মোদী সরকারের (Modi Government) এই নির্দেশ যাঁরা ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডার কিনলে ভর্তুকি পান না, তাঁদের জন্য নয়। ২০২০ সালের জুন মাসের পর থেকে শুধুমাত্র উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারের গ্রাহকরাই গ্যাস সিলিন্ডার কিনলে ভর্তুকি পান। এই হিসাবে আধার সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার এই নির্দেশিকা উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের উপরে কার্যকরী হয়েছে।

Short Film
শরীরের খিদে মেটাতে প্রাক্তন প্রেমিককে ঘরে ঢোকালেন গৃহবধূ, একা দেখুন এই ভিডিও

কেন্দ্রীয় সরকার বায়োমেট্রিক ডেটা সংগ্রহের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করার নির্দেশ দিলেও তেল সংস্থাগুলো তরফে সময়সীমা হিসাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর তারিখ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ করা সম্ভব নয় বলে দাবি করা হয়েছে ডিস্ট্রিবিউটরদের তরফে।

Biometric Data For LPG

ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের প্রতিক্রিয়া (Distributor and Customer’ reaction on Biometric Verification issue)

গ্রাহকদের অভিযোগ, এই বিষয়েই সরকার বা তেল সংস্থার তরফে কোনো প্রচার কার্য চালানো হয়নি তথা সরাসরি জানানোর ব্যবস্থা করা হয়নি। অপরদিকে, ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত ভর্তুকিযোগ্য গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্ভব নয়। তাঁরা এই বিষয়ে প্রবীণ গ্রাহকদের সমস্যার কথাও তুলে ধরেছেন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles