অর্থনীতি

ডিসেম্বরে টানা ১৮ দিন তালা বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাঙ্ক! বিপাকে পড়ার আগে তালিকা দেখুন

Advertisement
Advertisement

December Holiday: ডিসেম্বর (December) মাসে আবার ব্যাংকিং কাজকর্ম করার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে চলেছেন দেশবাসী। নভেম্বর মাসের নানা উৎসব অনুষ্ঠানের কারণে বেশ অনেক দিনই বন্ধ ছিল ব্যাঙ্ক। জানা গেছে, ডিসেম্বর মাসেও সরকারি ছুটি ও ধর্মঘট মিলিয়ে মোট ১৮ দিনের বেশি বন্ধ (Bank Holiday) থাকবে বিভিন্ন ব্যাঙ্ক।

Bank Holiday In December

বিভিন্ন ছুটির দিন তো আছেই, সেই সঙ্গে ডিসেম্বর মাসে AIBEA দেশজুড়ে ৬ দিনের ধর্মঘটের (bank Strike) ডাক দিয়েছে। এটি অবশ্য আলাদা আলাদা ব্যাঙ্কের জন্য আলাদা দিন প্রযোজ্য হবে। এক্ষেত্রে সাধারণ মানুষের ব্যাংকিং পরিষেবা উপভোগ করার ক্ষেত্রে নানা রকম সমস্যা সৃষ্টি হবে। ডিসেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই তালিকাটি জেনে নিয়ে আগে থেকেই সেরে রাখুন নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি।

তারিখ 

ছুটির দিন 

৪ ডিসেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank), পঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) ধর্মঘটের কারণে বন্ধ থাকবে।

৫ ডিসেম্বরব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) বন্ধ থাকবে ব্যাঙ্ক ধর্মঘটের জন্য।
৬ ডিসেম্বরএই দিন বন্ধ থাকবে কানাড়া ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)।
৭ ডিসেম্বরইন্ডিয়ান ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ক (UCO Bank) এদিন বন্ধ থাকবে।
৮ ডিসেম্বরইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra) বন্ধ থাকবে।
১১ ডিসেম্বরসমস্ত বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে এইদিন।

 

উপরে উল্লিখিত দিনগুলিতে ধর্মঘটের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) ছুটির তালিকায় বিভিন্ন ছুটি হিসেবে যেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেগুলি দেখে নিন।

Bank Holiday In December

তারিখ

ছুটির দিন

১ ডিসেম্বরঅরুনাচল প্রদেশ ও নাগাল্যান্ডে এই দিন সব ব্যাঙ্ক বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩ ডিসেম্বররবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি (Weekly Holiday)। 
৪ ডিসেম্বরSt. Francis Xavier উৎসবের জন্য গোয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯ ডিসেম্বরমাসের দ্বিতীয় শনিবার (Second Saturday) হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০ ডিসেম্বরএদিন রবিবার অর্থাৎ ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।
১২ ডিসেম্বরমেঘালয়ে (Meghalaya) ব্যাঙ্কের ছুটি থাকবে।
১৩ ডিসেম্বরসিকিমে (Sikkim) ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ ডিসেম্বরসিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ ডিসেম্বররবিবার সাপ্তাহিক ছুটি।
১৮ ডিসেম্বরমেঘালয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৯ ডিসেম্বরগোয়ায় (Goya) ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ ডিসেম্বরচতুর্থ শনিবার, তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ ডিসেম্বররবিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি।
২৫ ডিসেম্বরবড়দিনের ছুটি (Christmas Holiday)। 
২৬ ডিসেম্বরমিজোরামে (Mizoram) ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ ডিসেম্বরনাগাল্যান্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩০ ডিসেম্বরমেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 
৩১ ডিসেম্বররবিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি।

 

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles