বিনোদন

মাঝপথে পাইলটের হার্ট অ্যাটাক, বিমান ওড়াল তিতলি! সিরিয়ালের প্রোমো ভাইরাল নেট দুনিয়ায়

কখনও সেই চিত্রনাট্য খারাপ লাগলেও নিছক বিনোদনের স্বার্থে সেসব মেনেও নেন দর্শক৷

Advertisement
Advertisement

বাংলা টেলি সিরিয়ালের জনপ্রিয়তা এখন বেশ উপরে। ঘরের মা-কাকিমাদের সন্ধেবেলার নিত্যসঙ্গী বিভিন্ন চ্যানেলের টেলি-সিরিয়াল। তবে কাল্পনিক জগৎকে বাস্তবে রূপ দিতে অনেকসময় নানারকম চিত্রনাট্য ভাবেন নির্মাতারা। কখনও সেই চিত্রনাট্য খারাপ লাগলেও নিছক বিনোদনের স্বার্থে সেসব মেনেও নেন দর্শক৷ আবার একেক সময় এত অবাস্তব কিছু দর্শকদের সামনে তুলে ধরা হয়, যা দেখে দর্শকের চোখ কপালে ওঠে।

আর বর্তমান সময়ে কিছু ভালো লাগলে তা যেমন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়। ঠিক তেমনি কিছু খারাপ লাগলে সেটার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতেও ভোলেন না দর্শকরা। সেরকমই এক অবাস্তব চিত্রনাট্যের কাহিনী নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এই কয়েকদিন আগে ‘তিতলি’ ধারাবাহিকের একটি প্রোমো সংশ্লিষ্ট চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে৷ আর সেই পোস্ট নিয়ে শুরু হয়েছে চরম ট্রোলিং।

সেই প্রোমোতে দেখানো হয়েছে, ‘তিতলি’ তাঁর নিজের স্বামী এবং পরিবারের সঙ্গে বিমানে চড়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছে। ঘুরতে গিয়েও সে পাইলট হবার কথা ভাবছে, আচমকা কেবিন থেকে বেরিয়ে এসেছেন ওই বিমানের পাইলট। খুব সম্ভবত হার্ট অ্যাটাক করে তাঁর৷ আর যেহেতু পাইলট বেরিয়ে এসেছে, তাই বিমান তখন টালমাটাল, যাত্রীদের মধ্যে আতঙ্ক। আর ঠিক এই পরিস্থিতিতে নিজের সিট ছেড়ে সোজা ককপিটে ঢুকে পড়ে তিতলি৷

আর পাইলটের জায়গাতে বসে পড়ে সে। যদিও সেখানে সহকারী পাইলট থাকলেও তিনি বিমান সামলাতে তখন হিমশিম খাচ্ছেন, এমন পরিস্থিতি। এবার তিতলি নিজের স্বামী সানিকে সে বলছে, এটিসি থেকে যা নির্দেশ আসছে তা তাকে বলতে৷ কারণ তিতলি তো আবার কানে শুনতে পায় না, অন্যের লিপ রিড পড়ে কথা বোঝে সে! এই প্রোমোর শেষ দৃশ্যে দেখানো হচ্ছে, বিমান প্রায় মুখ থুবড়ে মাটিতে পড়ছে, আর তিতলি মরিয়া হয়ে কোনোরকম ভাবে সেটিকে ওড়ানোর চেষ্টা করছে তিতলি।

এবার এই বিপদ থেকে তিতলি বিমানকে নিরাপদে নামিয়ে আনতে পারে কি না, দর্শকের সামনে সেই কৌতূহল জিইয়ে রাখার জন্য শেষ হয়েছে প্রোমো৷ আর এই অবাস্তব প্রোমো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই শুরু হয়ে যায় ট্রোলিং। একজন পাইলট হবার জন্য যে শিক্ষার প্রয়োজন ন্যূনতম প্রশিক্ষণ না পাওয়া তিতলি কী করে দুম করে বিমান ওড়াতে শুরু করল, এই নিয়ে ভাবতে ভাবতে পাগল হয়ে যেতে বসেছেন দর্শকেরা।

পাইলট অসুস্থ হতেই পারে, তাহলে কো -পাইলটের ভূমিকা কোথায়? আর এইসব দেখে দর্শকদের প্রশ্ন, এতখানি অবাস্তব চিত্রনাট্য তৈরি করার মানে কী? তিতলি যে বিমান চালাতে পারবে এটাই শেষপর্যন্ত হবে, কারণ সে সিরিয়ালের নায়িকা। এরপরে একের পর এক কমেন্ট আসে এই ভিডিওতে। অনেকেই এইসব চিত্রনাট্য নিয়ে মজা করেছেন। আবার কেউ বাজে মন্তব্য করেছেন।

Related Articles