বিনোদন

শ্রাবন্তীর কোল আলো করল একরত্তি শিশু, পুঁচকে সোনার সঙ্গে খুনসুটিতে ব্যস্ত অভিনেত্রী, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

গত কয়েকদিন ধরেই নড়বড়ে শ্রাবন্তী ও তার তৃতীয় স্বামীর রোশনের সাংসারিক জীবন। টলিপাড়ার অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে সব কিছু ঠিক নেই শ্রাবন্তীর সংসারে। গত কয়েক মাস ধরে এক সঙ্গে থাকছেন না শ্রাবন্তী রোশন। তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ায় পোস্ট জানান দিচ্ছে তাদের মধ্যে তিক্ততা ক্রমাগত বেড়েই চলেছে। তবে এইসবের মাঝেই রোশন কে ভুলে শ্রাবন্তীর জীবনে এল এক নয়া খুদে।

বাংলা সিনেমার জগতে অনেক অল্পবয়স থেকেই অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় জীবনে সফলতা পেলেও বৈবাহিক জীবনে সফল নন তিনি। প্রচুর সিনেমায় অভিনয় করেছেন শ্রাবন্তী, সেই সুবাদে অগণিত অনুরাগী তার। তবে তাকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে রোশনের সাথে তৃতীয় বিবাহের সময়। ১৬ বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর জন্ম হয় তার পুত্র ঝিনুকের তবে বেশিদিন সে সম্পর্ক টেকেনি, ঝগড়া মনোমালিন্যের পর দুজনে দীর্ঘদিন আলাদা থাকে অবশেষে ডিভোর্স নিয়ে নেয় শ্রাবন্তী।

ফের ২০১৬ তে আইনি বিচ্ছেদ হয় রাজীব ও শ্রাবন্তীর । এরপর শ্রাবন্তী দ্বিতীয় বিবাহ করেন মডেল কিষান বিরাজের সাথে। তবে কিছুদিনের মধ্যেই এই বিয়েও ভেঙে যায়। ২০১৯ সালে প্রেমে পড়েছেন শ্রাবন্তী, এমন গুঞ্জনের মাঝেই শোনা যায় রোশনের কথা। ২০১৯ এর এপ্রিল মাসে রোশন সিং এর সাথে বিয়ে করেন শ্রাবন্তী। তৃতীয় বিয়ে নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্ত গতবছর পুজোর আগে থেকে গুঞ্জন শুরু হয়েছে ঠিক নেই রোশনের সাথে শ্রাবন্তীর সম্পর্ক। ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করে দিয়েছেন। এমনকি শ্রাবন্তীর কপাল থেকে উঠেছে রোশনের নামের সিঁদুর।শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙনের গুঞ্জনের মাঝেই এক খুদে কে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। কে এই খুদে?

সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল শ্রাবন্তীর সঙ্গে এক ছোট্ট বাচ্চা। সেই একরত্তিকে কোলে নিয়ে সেলফি তুলেছেন তিনি। যা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লেখেন, ‘সন্তান হল ঈশ্বরের মত, সকলের এই পথে এগিয়ে যাওয়া উচিত’।

তবে এই ছোট্ট বাচ্চাটিকে কে তা কিন্তু অভিনেত্রী স্পষ্ট করে জানাননি।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles