Advertisements

বাবার কাঁধে চেপে জমিয়ে নাচ্ছে পুঁচকে ইউভান, একরত্তির মিষ্টি ভিডিও পোস্ট করলেন রাজ চক্রবর্তী

Advertisements

টলিউডের হিট জুটি রাজ এবং শুভশ্রী। তবে এখন তাদের থেকেও বেশি হিট তাদের ছোট্ট রাজপুত্র ইউভান। রাজ এবং শুভশ্রী ঘর আলো করে ১২-ই সেপ্টেম্বর জন্ম নেয় ইউভান। জন্ম লগ্ন থেকেই প্রায় সেলিব্রিটি হয়ে গিয়েছে রাজশ্রী এর রাজপুত্র। এই ছোট্ট বয়স থেকেই সে হয়ে উঠেছে ইন্টারনেট সেন্সেশন। তার জনপ্রিয়তা এতটাই বেশি যে তাকে বলিউডের অন্যতম সেরা জুটি সাইফিনার পুত্র তৈমুরের সাথে তুলনা করা হয়। ইউভানের জন্মের কিছুক্ষণের মধ্যেই তার নামে খুলে গিয়েছিল বেশ কয়েকটি ফান পেজ।

এরই মধ্যে টলমল পায়ে দাড়াতে শিখে গিয়েছে ইউভান, খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছে রাজ-শুভশ্রীর ছোট্ট সিম্বা, তবে বাবা রাজ সেইসব সামনে থেকে দেখতে পারছেন না। তৃণমূলের ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের হয়ে লড়ছেন রাজ চক্রবর্তী, সেই কারণেই নাওয়া-খাওয়া ভুলে ব্যারাকপুরেই ঘাঁটি গেড়েছেন পরিচালক। প্রতি মুহূর্তেই ছেলেকে মিস করছেন তিনি আর সেই কারণেই কাজের ফাঁকে ছেলের একের পর এক ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি রাজ একটি ভিডিও পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ভিডিওটি ইউভানের অন্নপ্রাশনের। যেখানে দেখা যাচ্ছে ইউভানকে নিজের কাঁধের উপর বসিয়ে রেখেছেন রাজ। আর বাবার কাঁধে বসে নেচে চলেছেন ছোট্ট ইউভান। সামনে সুন্দরী ম্মামা শুভশ্রী ছেলেকে দেখে বেজায় খুশি। এই মিষ্টি ভিডিওটি পোস্ট করেছেন রাজ, যা এই মুহূর্তে ভাইরাল। ইতিমধ্যে সাত মাস বয়সে পা দিয়েছে ইউভান।

উল্লেখ্য, সাড়ে পাঁচ মাস বয়সে এলাহি আয়োজনে হালিশহরের বাংলোতে মুখে ভাত হয়েছে ইউভানের। দাদুর কোলে বসে লক্ষ্মী ছেলের মতন ভাত খেয়েছে ইউভান। ইউভানের অন্নপ্রাশনের প্রতিটি ছবিই প্রায় নেট মাধ্যমে ভাইরাল হয়েছিলো। আর এতদিন পর রাজ আবার ইউভানের অন্নপ্রাশনের অদেখা এই ভিডিওটি পোস্ট করলেন, যা আগের ভিডিও গুলির মতোই ভাইরাল হয়েছে।

Related Articles