বিয়ের দু’মাসের মাথায় সায়ন্তনীকে সপাটে চড় মারল ইন্দ্রনীল! মুহূর্তে ভাইরাল ভিডিও

বছরের শুরুতেই একাধিক বাংলা টেলিভিশন তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের মধ্যেই ইন্দ্রলীন এবং সায়ন্তনী রয়েছেন। ভালোবাসা দিবস ভ্যালেন্টইন্স ডে দিনে কাছের বন্ধ বান্ধবদের নিয়ে খুব সাধারণ ভাবে কোর্ট রেজিস্ট্রি ম্যারেজ করেন এই জুটি।
সায়ন্তনী এবং ইন্দ্রনীল দুজনেই বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ। জয়ী, বধূবরণ, মিলন তিথি, ক্ষীরের পুতুল একাধিক সিরিয়ালে কাজ করেছেন সায়ন্তনী, বর্তমানে জি বাংলার ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে অভিনয় করছেন অভিনেত্রী। অন্যদিকে ইন্দ্রনীল অভিনয় করছেন ‘রিমলি’ ধারাবাহিকে, ইন্দ্রনীলও সিরিয়াল জগতে বেশ পরিচিত শিল্পী।
কিছুদিন আগেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন ইন্দ্রনীল এবং সায়ন্তনী, অভিনয় জীবনের পাশাপশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন এই জুটি, বিয়ের পর নিজেদের প্রেমের রসায়নপূর্ন বিভিন্ন ভিডিও পোস্ট করছেন ইনস্টাগ্রামে। তবে এবার সায়ন্তনী যেই ভিডিও পোস্ট করলেন তা দেখে শোরগোল শুরু হয়ে গেছে। বিয়ের মাত্র দুইমাসের মাথাতেই ভিডিওতে সায়ন্তনীর গালে সপাটে চড় মারলেন ইন্দ্রনীল!
একটু খোলসা করে বলি, আসলে সায়ন্তনী সম্প্রতি একটি রিল ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেখানে দেখা যাচ্ছে আমির খান এবং কারিশমা কাপুর অভিনীত এভারগ্রীন ছবি রাজা হিন্দুস্তানির ‘হারপাল মেরি ইয়াদ তুমে তর পায়ে গি’ গানে লিপ দিচ্ছেন ইন্দ্রনীল, তবে মহিলাকণ্ঠ আসতেই সায়ন্তনী গেয়ে উঠলেন, আর তাতেই বেজায় চটে গেলেন স্বামী ইন্দ্রনীল। সপাটে চড় মেরে অক্ষয় কুমারের ভঙ্গিমাতে ‘বিচ না বল’, বলে থামিয়ে দিলেন সায়ন্তনী কে। একেবারেই মজার ছলে এই ভিডিওটি বানিয়েছেন সায়ন্তনী ও ইন্দ্রনীল যা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা ভিডিওটি লাইক এর সংখ্যাই প্রমাণ।